বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ব্যাটিংয়ে নজর দিয়েছেন বরুণ

চেন্নাই: ইডেনে বল হাতে ভেল্কি দেখিয়েছেন বরুণ চক্রবর্তী। মিস্ট্রি স্পিনারের সামনে অসহায় দেখিয়েছিল বাটলার ব্রিগেডকে। মাত্র ২৩ রানে তিন উইকেট নিয়ে তিনিই হয়েছিলেন ম্যাচের সেরা। তবে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও নজর দিচ্ছেন তিনি। শনিবার ঘরের মাঠে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলার আগে বরুণ বলেছেন, ‘ব্যাটসম্যান কোথায় মারতে পারে, সেই ভিডিও আমি নিয়মিত দেখি। সেই মতো তৈরি হই ম্যাচের আগে। পিচ বিবেচনা করে বোঝার চেষ্টা করি কে কোন শট মারতে পারে। অনেক সময় চাপ কাটাতে ব্যাটসম্যান নতুন শট মারে। তখন আবার সেইমতো পাল্টাই স্ট্র্যাটেজি। গত ছয় মাস ধরে আবার ব্যাটিং নিয়ে খাটাখাটনি করছি কোচ অভিষেক নায়ারের তত্ত্বাবধানে।’ 
জাতীয় দলে প্রত্যাবর্তনের জন্য তিন বছর অপেক্ষা করতে হয়েছে বরুণকে। সেই প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘২০২১ সালে বাদ পড়ার পর টেকনিক বদলাতে প্রচুর পরিশ্রম করেছি। মানসিকতার দিকেও জোর দিয়েছি। বদলেছি নিজেকে। বোলিংয়ে বৈচিত্র বেড়েছে। এখন আমার লক্ষ্য থাকে স্টাম্প নিশানা করে বল ফেলা। বাইরের কোনও চাপ যাতে স্পর্শ না করে সেই ব্যাপারে সতর্ক থাকে গম্ভীর-ভাই ও সূর্য।’
এদিকে, মহম্মদ সামিকে নিয়ে রহস্য ক্রমশ ঘনীভূত। ইডেনে বুধবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তন ঘটেনি। শনিবার চিপকে যে তা ঘটছেই, এতটা নিশ্চিতও হওয়া যাচ্ছে না। কারণ, শুক্রবার নেটে বোলিংয়ের সময়ও তাঁর দুই হাঁটুতেই ছিল ব্যান্ডেজ। শুরুতে অর্ধেক রানআপে বোলিং করছিলেন তিনি। কয়েকটি ডেলিভারি কম গতিতে করার পর সামি পুরো রানআপে ফেরেন। বেশ কয়েকবার স্টাম্পে বল লাগান তিনি। কিন্তু তাঁর বোলিংয়ে যে ঝাঁঝ থাকে তা অনুপস্থিতই ছিল। সেজন্যই ফিসফাস বাড়ছে যে তিনি আদৌও পুরো ফিট তো?
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা