বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি: ১৫ সদস্যের দল ঘোষণা করল ভারত

মুম্বই, ১৮ জানুয়ারি: চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত। আজ, শনিবার দুপুর ৩টে নাগাদ বিসিসিআইয়ের সদর দপ্তরে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা এবং নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকার। তবে এদিন দল ঘোষণার আগে রোহিতের সঙ্গে আগারকার বেশ কিছুক্ষণ কথা বলেন। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময়ে ধরে তাঁদের মধ্যে আলোচনা হয়। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি।  ১৫ জনের দলে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। যদিও তা অবশ্য গত শুক্রবারই জানিয়ে দিয়েছিল বিসিসিআই। চর্চা ছিল অজি সিরিজে চোট পাওয়া জসপ্রীত বুমরাহর কামব্যাক নিয়ে। এছাড়া সামি দলে ফিরছেন কী না তা নিয়েও জল্পনা দেখা দিয়েছিল। আজ সমস্ত সংশয়ের অবসান হল।
ঘোষণা অনুযায়ী, টিম ইন্ডিয়ার দলে রয়েছেন রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সামি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। পাশাপাশি ঘোষণা করা হয়েছে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের দলও। জানা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলই রুটদের বিরুদ্ধে খেলবে। তবে ইংল্যান্ড সিরিজে বুমরাহর জায়গায় খেলবেন হর্ষিত রানা।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা