বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে অজানা জ্বরের আতঙ্ক, মৃত ১৬

শ্রীনগর, ১৮ জানুয়ারি: জম্মু ও কাশ্মীরের রাজৌরির বাধাল গ্রামে অজানা জ্বরের আতঙ্ক। এই জ্বরে এখনও পর্যন্ত মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৩৮। ডিসেম্বর মাসের প্রথম দিকে এই জ্বরের প্রাদুর্ভাব দেখা যায়। এখনও এই জ্বরে আক্রান্ত হচ্ছেন একের পর এক মানুষ।
এই জ্বরের কারণ অনুসন্ধানে রয়েছে পিজিআইএমইআর চণ্ডীগড়, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (এনসিডিসি) মতো সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও সদুত্তর মেলেনি। গোটা রাজৌরি জেলাজুড়ে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। গত শনিবারই বাধাল গ্রামের এক মহিলার শরীরের এই জ্বরের লক্ষণ দেখা দেয়। আপাতত তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। বর্তমানে চিকিৎসকদের একটি দল গ্রামটিতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তাছাড়া জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর এবং পুলিসও এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও ঘোষণা করা হয়েছে।
রাজৌরির এক সরকারি আধিকারিক বলেন, “আমরা গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আশা করছি, আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে এই রোগ এবং মৃত্যুর কারণেপ একটি প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে। চিকিৎসার পাশাপাশি ডোর-টু-ডোর কাউন্সেলিং এবং নজরদারিও চলছে। সম্প্রতি আইসিএমআর নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।”
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৪.১৭ টাকা১০৭.৮৭ টাকা
ইউরো৮৭.৫৯ টাকা৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা