উত্তরবঙ্গ

শীতলকুচিতে সরাসরি গুলি
বুকে: ময়নাতদন্তের রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীতলকুচিতে সিআইএসএফ গুলি চালিয়েছিল ১০ মিটারের কম দূরত্ব থেকে। গুলি চালানোর ঘটনা নিয়ে ময়নাতদন্তের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। দূরত্ব যখন এত কম, তখন কেন কোমরের নীচে গুলি চালাতে গেল সিআইএসএফ, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি আত্মরক্ষার স্বার্থেই তারা গুলি চালিয়ে থাকে, তাহলে ময়নাতদন্তের এই রিপোর্টের পর সেই যুক্তি কতটা ধোপে টিকবে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে পুলিস মহলে। তাহলে খুন করার জন্যই কি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেদিন গুলি চালিয়েছিলেন, এই প্রশ্নও তুলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 
শীতলকুচিতে ভোটের দিন বুথের বাইরে গোলমালের ঘটনাকে ঘিরে সিআইএসএফ গুলি চালায় বলে অভিযোগ। তাতে মৃত্যু হয় হামিদুল মিঞা মণিরুজ্জামান মিঞা, নুর আলম ও সামিদুলের। তাঁরা সকলেই স্থানীয় বাসিন্দা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর চলতে থাকে। সিআইএসএফ কেন শূন্যে গুলি ছুড়ল না, কেনই বা কোমরের নীচে গুলি না করে সরাসরি বুকে গুলি করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তাহলে কি তাঁদের প্রশিক্ষণ পদ্ধতিতে গড়বড় আছে? এই নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। চারজনের মৃতদেহই ময়নাতদন্ত করা হয়েছে। এই রিপোর্ট সিআইডি’র হাতে এসেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, হামিদুল মিঞার পিঠে গুলি লেগেছে। বলা হয়েছে, গুলি খুব কাছ থেকে করা হয়েছে। যার দূরত্ব ১০ মিটারেরও কম। নুর আলম ও মণিরুজ্জামান মিঞাকেও একই দূরত্ব থেকে গুলি করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যে কারণে তাঁদের মাথায় গুলির আঘাত রয়েছে। এত কাছ থেকে গুলি করার কারণেই বুলেট মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। সামিউলের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। বুকে স্‌প্লিন্টারের আঘাত রয়েছে। ময়নাতদন্তকারী চিকিৎসকের বক্তব্য, বন্দুকের বাট বা ভারী কিছু দিয়ে তাঁকে মারা হয়ে থাকতে পারে। আর স্‌প্লিন্টারের চিহ্ন বোমা বিস্ফোরণ হলেই পাওয়া যায়। এর থেকে অনুমান, সেখানে বোমাও ফেটেছিল। অথচ পুলিস সুপার বা কেন্দ্রীয় বাহিনী কারও রিপোর্টেই বোমা ফাটার উল্লেখ নেই।
এই ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই হইচই শুরু হয়েছে।  পুলিস মহলের একাংশের প্রশ্ন, কেন হামিদুলকে পিছন থেকে গুলি চালাল কেন্দ্রীয় বাহিনী? কোমরের নীচে গুলি চালাতে না পারায় তাদের প্রশিক্ষণ পদ্ধতি প্রশ্নের মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, টার্গেট করেই গুলি চালিয়েছে সিআইএসএফ। সামিউলকে ভারী কিছু দিয়ে আঘাতের বিষয়টি প্রথম থেকেই গোপন করে গিয়েছে বাহিনী। এখন ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পর তাদের বিড়ম্বনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
43Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা