রাজ্য

বাংলাকে প্যাঁচে ফেলতেই ফের সাতটি নতুন কেন্দ্রীয় দল, মন্তব্য ক্ষুব্ধ মমতার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও শিলিগুড়ি: বাংলায় ১০০ দিনের কাজের টাকা বন্ধের দু’বছর পূর্ণ হবে আগামী ১৯ ডিসেম্বর। তারপর থেকে এরাজ্যে ১০৭টি কেন্দ্রীয় পর্যবেক্ষণ দল পাঠিয়েছে দিল্লি। বাংলাকে ক্লিনচিটও দেওয়া হয়েছে দিল্লির রিপোর্টে। তবুও সুরাহা মেলেনি। হকের টাকা পায়নি গ্রামীণ বাংলা।
কিন্তু কেন? তার জবাব দেওয়ার পরিবর্তে মনরেগা এবং আবাস যোজনার অভিযোগ যাচাই করতে ফের ১৪ জেলায় নতুন কেন্দ্রীয় দল পাঠাচ্ছে মোদি সরকার। এর পিছনে রয়েছে ভোট-রাজনীতির গভীর ষড়যন্ত্র। বুধবার সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সঙ্গে বঞ্চনার প্রতিবাদে মমতার নেতৃত্বে এমাসেই দিল্লির রাজপথে আন্দোলন আছড়ে পড়ার কথা। ঠিক তার আগে, নবান্নকে নতুন প্যাঁচে ফেলতেই এই টিম পাঠাবার খেলা। মনে করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘ওরা (কেন্দ্রীয় দল) আসছে বিজেপিকে রাজনৈতিকভাবে মদত দিতে। ব্যাপারটা আর কিছুই নয়।’
উত্তরবঙ্গে সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘যোগীরাজ্যে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড। তবু ওরা টাকা পেয়েছে সবচেয়ে বেশি। এই ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রক কী ব্যবস্থা নিয়েছে? তাহলে আমাদের যাঁরা ১০০ দিনের কাজ করেছেন, তাঁদের টাকা আটকে রেখেছে কেন ওরা? আবাস, মিড ডে মিল এবং হেলথ মিশনের টাকাও আটকে দিচ্ছে!’ 
এদিন গিরিরাজ সিং সংসদে মন্তব্য করেছেন, ‘বাংলার বকেয়া নিয়ে মমতার উচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা।’ এই প্রেক্ষিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর উদ্দেশেও কড়া বার্তা দেন মমতা। তাঁর কটাক্ষ, ‘এর থেকেই পরিষ্কার যে দপ্তরের মন্ত্রী হলেও মোদির ইশারা ছাড়া একটা মশা মারারও ক্ষমতা নেই ওঁর নেই।’ 
মমতা বলেন, ‘গিরিরাজের জ্ঞাতার্থে বলতে চাই, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে তিনবার দেখা করেছি আমি। দরকারে আবারও দেখা করব। তাঁর সময় চেয়েছি। আমাদের ‘দিল্লি চলো’র প্রোগ্রাম আছে এমাসেই। অনুমতি চেয়ে দিল্লি পুলিসকে ইতিমধ্যেই চিঠি লেখা হয়েছে। ওদের উত্তরের অপেক্ষায় আছি। তাঁরপরই দিল্লি অভিযানের তারিখ ঠিক হবে।’ তবে বিজেপির ‘চোর’ স্লোগানের পাল্টা জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় শাসক দলকেই ‘সবচেয়ে বড় পকেটমার’ বলে আক্রমণ করেন মমতা। নোটবন্দি থেকে শুরু করে সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা পাঠানো পর্যন্ত নানা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ওরা সবচেয়ে বড় পকেটমার। দেশের মানুষের পকেট সবচেয়ে বেশি কেটেছে ওরা। নির্বাচনের আগে ওরাই মানুষকে ভাঁওতা দেয়।’    
১ ডিসেম্বর রাজ্যকে লেখা কেন্দ্রের চিঠি অনুযায়ী বাংলায় সাতটি কেন্দ্রীয় দল আসছে। তারা যাবে দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, শিলিগুড়ি এবং দুই দিনাজপুর।
11Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা