রাজ্য

ডিটেক্টর হাতে ঝুঁকির যাত্রা শেষ, এবার ল্যান্ডমাইন খুঁজে দেবে এআই প্রযুক্তিই 

সুমন তেওয়ারি, আসানসোল: ল্যান্ডমাইন! বাম আমলের শেষের দিকে বিভীষিকার আরেক নাম হয়ে উঠেছিল শব্দটি। ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত অঞ্চল বা কাশ্মীরের উপদ্রুত এলাকায় আজও সন্ত্রাসবাদীদের অন্যতম অস্ত্র এটি। ফাঁদে পা দিলেই বিস্ফোরণে উড়ে যায় সেনা বা পুলিসের কনভয়। তাই নেতা-মন্ত্রী বা ভিআইপি আসার আগে মরণফাঁদ চিহ্নিত করতে মাইন ডিটেক্টর দিয়ে তল্লাশি চালাতে হয় নিরাপত্তারক্ষীদের। পদে পদে থাকে মৃত্যুর হাতছানি। এই আতঙ্কের দিন এবার শেষ হতে চলেছে। সৌজন্যে এক বাঙালি বিজ্ঞানী ও  আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স বা এআই। আসানসোলের বিজ্ঞানী অরিন্দম বিশ্বাস ও তাঁর সহকারীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার সাহায্যে কোথাও ল্যান্ডমাইন পোঁতা রয়েছে কি না, জানা যাবে সহজেই। আবিষ্কারকে কুর্নিশ জানিয়ে ইতিমধ্যে পেটেন্ট দিয়েছে জার্মানি। গবেষণাটির নাম দেওয়া হয়েছে, ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট ফ্রি ল্যান্ডমা‌‌ইন ডিটেকশন সিস্টেম উইথ আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স’।
এক্ষেত্রে কীভাবে কাজ করবে এআই? অরিন্দমবাবু বলেন, ‘প্রথমে পুরো এলাকায় নজরদারি চালাবে থার্মোগ্রাফি ক্যামেরা। মাটির নীচে আড়াই ফুট পর্যন্ত অংশের তাপমাত্রা পরিমাপ করবে ও ছবি তুলে পাঠাবে আল্ট্রাসনিক সেন্সারে। সেখান থেকে ডেটা পৌঁছবে কন্ট্রোলরুমে। সেখানে আগে থেকেই মজুত থাকবে ল্যান্ডমা‌ইন ঩ডেটা ইনপুট। সেন্সারের পাঠানো ডেটা ও ল্যান্ডমাইন ডেটার তুলনামূলক বিশ্লেষণ করে এআই জানিয়ে দেবে বাস্তব অবস্থা।’ ল্যান্ডমাইন ডেটা কী? বিজ্ঞানী জানান, ‘ল্যান্ডমাই঩নের নিজস্ব তাপমাত্রা ও নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে। মাটির নীচে ও উপরে থাকা মাইনের খুঁটিনাটি তথ্য আগে থেকে এআই-তে লোড করে রাখা হয়। এটাই ল্যান্ডমাইন ডেটা। ফলে থার্মোগ্রাফি ক্যামেরার পাঠানো তথ্য ও ছবির সঙ্গে ল্যান্ডমাইন ডেটা যাচাই করলেই তাৎক্ষণিক পরিস্থিতি জানা যাবে।’ 
অরিন্দমবাবু আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর আইওটি (ইন্টারনেট অব থিংস) অ্যান্ড এআই ইন্টিগ্রেশন ইউথ এডুকেশন ইন্ড্রাস্টিজ অ্যাগ্রিকালচার’-এর কো-অর্ডিনেটর। খনির মধ্যে মিথেন গ্যাস জনিত দুর্ঘটনা এড়াতে এআই-কে কাজে লাগাতে উদ্যোগী হয়েছে বিশ্ববিদ্যালয়ের এই শাখা। ‘মিথেন গ্যাস মনিটরিং সিস্টেম ইন আন্ডারগ্রাউন্ড মা‌ইনস’ নামে বিশেষ প্রযুক্তি এনেছে তারা। খনির ভিতর মিথেন গ্যাসের পরিমাণ বেড়ে গেলে সেখানে থাকা আইওটি’র মাধ্যমে বার্তা যাবে এআই-তে। তখনই খনি থেকে বেরিয়ে আসা প্রয়োজন কি না, তথ্য বিশ্লেষণ করে এআই তা দ্রুত জানিয়ে দেবে। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই গবেষণায় কাজে যুক্ত রয়েছে ভিয়েতনামের ডায়টন ইউনিভার্সিটি ও মালয়েশিয়ার টেলাসর ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রযুক্তিকে মানুষের মঙ্গলে কাজে লাগানোর দিশা দেখাচ্ছেন আমাদের গবেষক ও ছাত্ররা।’ 
11Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা