রাজ্য

বাড়তি সতর্কতা  নিয়ে ২৪ ডিসেম্বরই  হচ্ছে প্রাথমিক টেট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লক্ষ কণ্ঠে গীতাপাঠের কর্মসূচির দিনই আয়োজিত হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টিচার্স এলিজিবিলিটি টেস্ট (টেট)। তাই বুধবার নবান্নে টেট-এর নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে গুরুত্ব পেল সে বিষয়টি। ২৪ ডিসেম্বর কলকাতার ময়দানে লাখখানেক পুরোহিতের উপস্থিত থাকার কথা গীতাপাঠের জন্য। আর ১০ ডিসেম্বরের পরিবর্তে ২৪ ডিসেম্বরই নির্ধারিত হয়েছে টেট আয়োজনের দিন। সোমবার এই পরিবর্তিত দিন ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিন পর্ষদের এক কর্তা বলেন, এর আগেও ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা নেট হয়েছিল ব্রিগেড সমাবেশের দিন। তাতে কোনও সমস্যা হয়নি। অবশ্য নেট-এর পরীক্ষার্থীর তুলনায় টেট-এর পরীক্ষার্থীর সংখ্যা বহুগুণ বেশি। তবে, তাতে কোনও সমস্যা হবে না বলেই ওই কর্তার বিশ্বাস। এদিনের বৈঠকে নবান্নের সচিবদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক বা তাঁদের প্রতিনিধিরা। পর্ষদের সভাপতি গৌতম পাল এবং অন্যান্য সদস্যরাও ছিলেন। পরীক্ষার দিন সমস্ত জেলায় বাড়তি বাস এবং অন্যান্য যানের ব্যবস্থা করতে বলা হয়েছে জেলাশাসক এবং জেলা পরিবহণ আধিকারিকদের। গণটোকাটুকি এবং প্রশ্নফাঁস রুখতে পুলিসকেও বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের আশপাশে সমস্ত ফোটোকপির দোকান ওইদিন বন্ধ থাকবে। বায়োমেট্রিক যন্ত্রাদি পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর জন্যও বাড়তি সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে। বিশেষ কিছু নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার জন্যই ১০ ডিসেম্বরের দিনটি পরিবর্তন করা হয়েছিল। এদিনের বৈঠকের পর সেই সংক্রান্ত খামতি মিটে যাওয়ার পথে।
এদিকে, গীতাপাঠের জন্য বিভিন্ন জেলা থেকে যদি অনেক পুরোহিত কলকাতার উদ্দেশে আসেন, তাহলেও বাড়তি চাপ পড়বে শহরে। সেকথা মাথায় রেখে লালবাজারকে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। রেল এবং মেট্রো কর্তৃপক্ষকেও পরীক্ষার দিন বাড়তি ট্রেন চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। 
11Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চতর বৃত্তিমূলক শিক্ষা লাভের জন্য নামী স্বদেশি বা বিদেশি প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন। অর্থকর্মে উন্নতি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা