রাজ্য

‘প্রমাণ করুন ৫ পয়সা নিয়েছি’
জেরার পর নাম না করে শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার বেলা পৌনে ১১টায় সল্টলেকে ইডির দপ্তরে ঢুকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন বেরিয়ে এলেন, তখন সন্ধ্যা নামছে। প্রায় সাত ঘণ্টা দফায় দফায় জিজ্ঞাসাবাদের পরও তাঁর শরীরী ভাষায় ক্লান্তির লেশমাত্র ছিল না। বরং আরও দৃঢ়তার সঙ্গে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বললেন, ‘দু’বছর আগে বলেছি, আমার সঙ্গে এই কেলেঙ্কারির যদি বিন্দুমাত্র যোগসূত্র পাওয়া যায়, যদি প্রমাণ হয় পাঁচ পয়সা নিয়েছি, তাহলে ইডি, সিবিআইয়ের দরকার নেই, আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করবেন। মৃত্যুবরণ করব।’ নাম না করে অমিত শাহ সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কটাক্ষ, ‘উনি ভারতের সবচেয়ে বড় পাপ্পু! ক্ষমতা থাকলে আমাকে গ্রেপ্তার করুন।’ তাঁর ঘোষণা, ‘মাথা নত করতে হলে সাধারণ মানুষের কাছে করব। দিল্লির জল্লাদদের কাছে করব না।’  
এখানেই থামেননি প্রত্যয়ী অভিষেক। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেন, কেলেঙ্কারিগুলির নাম কয়লা বা গোরু নয়। এসব স্বরাষ্ট্রমন্ত্রী কেলেঙ্কারি। রাজ্যের আমলা এবং পুলিসকর্তাদের দিল্লিতে তলব করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, কেন্দ্রীয় বাহিনীর শীর্ষকর্তাদের কেন ডাকা হচ্ছে না? আবার অভিষেকের একটি দাবি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে। তাঁর দাবি, ‘এই কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত ফেরার বলা হচ্ছে। যদিও তাঁর সঙ্গে আট মাস আগে শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেছেন। তিনি তাঁকে বলেছেন, তোমার কেস আমি দেখে নেব। চিন্তা নেই।’ এরপরই অভিষেকের চ্যালেঞ্জ, ‘ক্ষমতা থাকলে কাল বিরোধী দলনেতা আমার নামে মামলা করুন। আমি সেই ভয়েস ক্লিপিং বিচারপতির কাছে জমা দেব। দেখি কত ক্ষমতা!’
বৃহস্পতিবার ক্যুরিয়ারের মাধ্যমে তিনি ইডির তলবি চিঠি পেয়েছেন বলে দাবি অভিষেকের। এর আগে দু’বার তাঁকে দিল্লিতে ডেকেছিল ইডি। তৃতীয়বার তাঁকে কলকাতায় আসতে বলায় তাঁর নৈতিক জয় হয়েছে বলে মনে করেন অভিষেক। তাঁকে ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বারবার ডেকে প্রায় ৬০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নিট ফল শূন্য বলে কটাক্ষ ছুড়ে দেন তিনি। দৃপ্ত ভঙ্গিতে বলেন, ‘আমি লিখিত বয়ান দিয়ে এসেছি। তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছি। আমাকে তিনবার ডেকেছে। ৩০ বার ডাকলেও যাব। আমি মাথা নত করার ছেলে নই।’ 
ইডি সূত্রে খবর, রাজ্য পুলিসের শীর্ষকর্তাদের জেরা করে কয়লা পাচারের টাকা কোথা থেকে কোথায় গিয়েছে, তা জানতে পেরেছেন তদন্তকারীরা। এদিন অভিষেককে জিজ্ঞাসাবাদের সময়ও সেই প্রসঙ্গ ওঠে। তাঁর অবশ্য সাফ জবাব, ওই বিষয়ে কিছু জানেন না। ভুয়ো নথি তৈরি করে তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। জিজ্ঞাসাবাদে বাঁকুড়ার পুলিস আধিকারিক অশোক মিশ্রর প্রসঙ্গ আসে। এ ব্যাপারেও অভিষেক কিছু জানেন না বলে তদন্তকারীদের কাছে দাবি করেছেন।
26Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা