রাজ্য

অনলাইন পরীক্ষা, মূল্যায়নে আন্তর্জাতিক 
শিরোপা রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও সংবাদদাতা, কল্যাণী: ই-অ্যাসেসমেন্ট অর্থাৎ অনলাইন মূল্যায়নকে সেরা মানে পৌঁছে দেওয়ার আন্তর্জাতিক স্বীকৃতি পেল রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। সম্প্রতি লন্ডনের একটি সংস্থা এই বিশ্ববিদ্যালয়কে বেস্ট সামেটিভ অ্যাসেসমেন্ট প্রজেক্ট অ্যাওয়ার্ড ২০২২ দিয়েছে। ২১ জুন লন্ডনে পুরস্কারটি দেওয়া হয়েছে এই বিশ্ববিদ্যালয়কে। ‘ই-অ্যাসেসমেন্ট অ্যাসোসিয়েশন’ নামে একটি অ-ব্যবসায়িক প্রতিষ্ঠান এই পুরস্কারটি দিয়েছে।
গত দু’বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রোক্টরড পদ্ধতিতে অনলাইন পরীক্ষা নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এই পদ্ধতির বিশেষত্ব হল, পরীক্ষা চলাকালীন ঘরে কেউ উপস্থিত থেকে পরীক্ষার্থীকে সাহায্য করলে তা সহজেই ধরা পড়বে। এমনকী, পরীক্ষার্থী মাথা ঘুরিয়ে বই বা স্টাডি মেটেরিয়াল দেখে লিখতে গেলেও ধরে ফেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিশেষ প্রযুক্তি। এতটাই কড়াকড়ি যে, অমনোযোগী ছাত্রছাত্রীরা এর চেয়ে অফলাইন পরীক্ষাকেই বেশি ভালো মনে করেন। কারণ, তাতে ‘হল-কালেকশন’ করার সুযোগ থাকে। পরীক্ষা নিয়ামক শুভাশিস দত্ত জানিয়েছেন, মাত্র ছ’মাসের মধ্যে আমরা এই পদ্ধতি তৈরি করে কার্যকর করা শুরু করেছিলাম। দু’বছর ধরে একই পদ্ধতিতে পরীক্ষা হচ্ছে। প্রশ্নপত্রও এমন বিজ্ঞানসম্মতভাবে তৈরি হয়, যাতে ছাত্রছাত্রীরা বঞ্চিত না হন। অনেক সময় শিক্ষক ভেদে প্রদত্ত নম্বরের হেরফের হয়। আমাদের প্রশ্নে তা সম্ভব নয়। এমসিকিউ প্রশ্ন থাকে, তবে, সেগুলির উত্তর মাথা খাটিয়ে, পরিশ্রম করে বের করতে হয়। অস্ট্রেলিয়া সহ একাধিক দেশের আন্তর্জাতিক বিচারকরা এতে সন্তোষ প্রকাশ করেছিলেন। এই ব্যবস্থা এত দ্রুত আমরা কার্যকর করতে পেরেছি, যা তাঁদের বিস্মিত করেছে। ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে আমাদের মনোনয়ন জমা পড়েছিল এই প্রতিযোগিতায়। আন্তর্জাতিক শিরোপা পেয়ে উপাচার্য সৈকত মৈত্রও উচ্ছ্বসিত। সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তিনি জানিয়েছেন, শুধু পরীক্ষা নয়, পঠন-পাঠনেও প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিশ্ববিদ্যালয়। এভাবেই শিক্ষার মানোন্নয়নে ম্যাকাউট তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।
29Months ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা