বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

অশান্ত বাংলাদেশ থেকে বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা, সক্রিয় পাচারকারীরাও

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: অশান্ত বাংলাদেশ। প্রতিবেশী রাষ্ট্রে হাঙ্গামা চলছেই। ফলে উত্তরবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশ ক্রমবর্ধমান! মাত্র চার মাসে শতাধিক অনুপ্রবেশকারীকে রুখেছে বিএসএফ। গোরু ও সোনা পাচারও ঊর্ধ্বমুখী। সমগ্র বিষয় নিয়ে রবিবারই সীমান্তের ১২টি জায়গায় বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানান বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি সূর্যকান্ত শর্মা। একইসঙ্গে তিনি সীমান্তে নজরদারি বাড়ানোর কথাও জানিয়েছেন। কিছু জায়গায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। 
বিএসএফের আইজি অবশ্য বলেন, বাংলাদেশ সীমান্তবর্তী উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। নিয়মিত বিজিবি’র সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। একদিনে তাদের সঙ্গে ১২টি ফ্ল্যাগ মিটিং করা হয়েছে। পাশাপাশি অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে জওয়ানরাও সতর্ক রয়েছেন। ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হচ্ছে। 
অভ্যন্তরীণ গোলমালে জেরবার প্রতিবেশী বাংলাদেশ। তিনমাস আগে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করে ওই দেশের একাংশ। হাসিনা সরকারের পতনের পরও দেশে অশান্তি কমেনি। সন্ন্যাসী গ্রেপ্তারের পর সেখানে অশান্তির আগুন আরও ছড়িয়েছে। এর জেরেই বাংলাদেশিদের একাংশ উত্তরবঙ্গে অনুপ্রবেশের চেষ্টা করছেন। এরমধ্যে একাংশ ওই দেশের সংখ্যালঘু সম্প্রদায়। তাঁদের বাড়ি ঘর ভাঙচুর করে লুটপাট চলছে বলে অভিযোগ। ইতিমধ্যেই শতাধিক অনুপ্রবেশকারীকে ধরেছে বিএসএফ। তারা ফ্ল্যাগ মিটিং করে বিজিবি’র হাতে অনুপ্রবেশকারীদের তুলে দিয়েছে। 
বিএসএফ সূত্রে খবর, এবার জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে সীমান্ত থেকে ধরা হয়েছে ১৯৪ জন বাংলাদেশিকে। যারমধ্যে গত ৫ আগস্টের পর চার মাসে ধরা হয়েছে ১১৪ জনকে। বাকি ৮০ জন বাংলাদেশি গোলমালের আগে এপারে প্রবেশের চেষ্টা করেন। ২০২৩ সালে ধরা হয়েছিল ১২৭ জন বাংলাদেশিকে। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট অশান্ত বাংলাদেশ থেকে সেই দেশের নাগরিকরা পালিয়ে আসার চেষ্টা করছেন এপারে। অভ্যন্তরীণ গোলমাল চরমে ওঠার পর সেই প্রবণতা আরও বেড়েছে। এ ধরনের ঘটনা মেখলিগঞ্জ, ঠাকুরগঞ্জ, হিলি, বেরুবাড়ি প্রভৃতি এলাকাতেই বেশি ঘটছে বলে অভিযোগ। 
শুধু অনুপ্রবেশ নয়, বাংলাদেশ সীমান্তে সক্রিয় চোরাচালানকারীরাও। বিএসএফ সূত্রে খবর, গতবছর সীমান্ত থেকে উদ্ধার হয় ২৫৩২টি গোরু। এবার উদ্ধার হওয়া গোরুর সংখ্যা ২৬৬৭। এর বাইরে কাফ সিরাপ, গাঁজা, ইয়াবা ট্যাবলেটও পাচার হয়েছে। পাল্টা ওপার থেকে আসছে সোনা। গতবছর এখানে আসে ৪০৭৮.৩৭ গ্রাম সোনা। এবার তা বেড়ে হয়েছে ৮১০৮.৫১ গ্রাম। সবমিলিয়ে এবার বাজেয়াপ্ত প্রায় ১৮ কোটি টাকার সামগ্রী। 
গতবছর চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২৭ জন ভারতীয়কে ধরে বিএসএফ। এবার ১১ মাসে সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৯৭। বিএসএফের অফিসাররা জানান, অনুপ্রবেশ ও চোরাচালানের বিরুদ্ধে জওয়ানরা সতর্ক রয়েছে বলেই ১৮ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। সীমান্ত বরাবর নজরদারি আরও বাড়ানো হয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা