বিনোদন

অস্কার মনোনয়নের দৌড়ে ইমনের গান

সারা পৃথিবীতে একমাত্র একটি বাংলা গান জায়গা পেল ২০২৫-এর অস্কারের মনোয়নের দৌড়ে। প্রথমবার বাংলা ছবির কোনও গান অস্কারের মঞ্চে এতদূর পৌঁছল। সেই গানটি গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী। ‘আমার এখনও বিশ্বাস হচ্ছে না। বাংলা গান অস্কারের মঞ্চে মনোনয়নের দৌড়ে জায়গা পেয়েছে, এটাই সবথেকে আনন্দের’, এটাই ছিল ইমনের প্রাথমিক প্রতিক্রিয়া। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির ‘ইতি মা’ জায়গা পেয়েছে অস্কারের মনোনয়নের প্রতিযোগিতায়। সেরা অরিজিনাল গান ও সেরা অরিজিনাল স্কোর— দু’টি বিভাগেই লড়াই করবে এই গান। আগামী বছর মার্চে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে। সারা পৃথিবী থেকে প্রায় ৮৯টি গান ও ১৪৬টি আবহ সঙ্গীতকে প্রাথমিক ভাবে বেছে নেওয়া হয়েছে। সেখানেই রয়েছে ইমনের গাওয়া গানটি। শিশুদিবস উপলক্ষ্যে গত ১৪ নভেম্বর গানটি মুক্তি পেয়েছিল। মঙ্গলবার দিনভর ‘সারেগামাপা’র শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন ইমন। শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন গায়িকা। শ্যুটিং ফ্লোর থেকে বললেন, ‘গানটা তৈরি করেছে সায়ন গঙ্গোপাধ্যায়। ও প্রথম থেকেই বলেছিল, দেখো, গানটা অস্কারে যাবে। আমি কিন্তু তেমন ভাবিনি। কিন্তু খবরটা যখন এল, সেই মুহূর্তটা বলে বোঝাতে পারব না। মায়ের কথা খুব মনে হচ্ছে। আলাদা করে ভাবি না মায়ের কথা কখনও। কারণ বিশ্বাস করি, মা তো সঙ্গেই আছে। তবে এই অস্কার মনোনয়নে আমি পরিচালক ইন্দিরাদি আর সায়নকে কৃতিত্ব দেব। ওরা না থাকলে এটা হতো না’ বাড়ির সকলে তাঁর এই সাফল্যে স্বাভাবিক ভাবেই খুশি। চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে ইন্দিরার ডেবিউ ছবি ‘পুতুল’। ফের আরও এক বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ তৈরি হল। এতদূর ভেবেছিলেন? প্রশ্ন শুনেই পরিচালক বলেন, ‘ভাবিনি সত্যি। ছবিটা খুব মন দিয়ে বানানোর চেষ্টা করেছিলাম। পুতুল আমি বানিয়েছিলাম বাংলার দর্শকের কথা মাথায় রেখে। এই সাফল্যে সত্যিই খুশি।’ সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়ের সঙ্গীতায়োজনে তৈরি হয়েছে এই গান। তিনি বললেন, ‘কানের মঞ্চে এ আর রহমান জানিয়েছিলেন, কলকাতায় বসে যে এমন সঙ্গীতায়োজন করা সম্ভব তা তিনি জানতেন না। আর এই খবর তো প্রথমে হজমই করতে পারিনি। এর আগে কোনও বাংলা গান অস্কারের মনোনয়নের দৌড়ে শামিল হতে পারেনি। তাই খুবই ভালো লাগছে।’ আরও একটি ভারতীয় গান অস্কারের মনোনয়ন প্রতিযোগিতায় শামিল হয়েছে। গিরিশ মল্লিকের ‘ব্যান্ড অব মহারাজা’ ছবির ‘ইশক ওয়ালা ডাকু’ রয়েছে এই তালিকায়। কম্পোজার বিক্রম ঘোষের বললেন, ‘এটা তো মনোনয়ন নয়। আরও পথ পেরতে হবে। তবে এতদূর আসতে পারাটাও কম কথা নয়। দারুণ লাগছে।’ 
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা