খেলা

বিশ্ব একাদশের প্রাথমিক তালিকায় মেসি ও রোনাল্ডো

হুফড্রপ: দু’জনেই কেরিয়ারের সায়াহ্নে। ইউরোপ ছেড়ে পাড়ি দিয়েছেন অন্য লিগে। তাতে অবশ্য তাঁদের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তাই তো ৭০টি দেশের ২৮ হাজার খেলোয়াড়দের বিচারে সেরা বিশ্ব একাদশের প্রাথমিক তালিকায় জায়গা করে নিলেন লায়োনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবারই ফিফার তরফ থেকে প্রাথমিক ২৬ জনের নাম ঘোষণা করা হয়। সেখানে মেসি ও রোনাল্ডো ছাড়া বাকি ২৪ জন ফুটবলার খেলছেন ইউরোপিয়ান লিগে। তাঁদের মধ্যে থেকে ভোটের শতাংশের নিরিখে সেরা একাদশ বেছে নেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি লিগে পাড়ি দেন রোনাল্ডো। আর পরের বছর আমেরিকার মেজর লিগ সকারে নাম লেখান মেসি। ইউরোপের সেরা লিগগুলির তুলনায় এই দুই দেশের ফুটবল অনেকটাই পিছিয়ে। তবে কেরিয়ারের পড়ন্ত বেলায় দুই মহাতারকার পারফরম্যান্সের গ্রাফে অবশ্য কোনওরকম পরিবর্তন ঘটেনি। ৩৯ বছর বয়সেও প্রায় প্রতি ম্যাচেই জাল কাঁপাচ্ছেন সিআরসেভেন। আর মেসির হাত ধরে এমএলএসে পয়েন্টের রেকর্ড গড়ে ইন্তার মায়ামি। তাই এই দুই মহাতারকাকে সেরা একাদশে দেখেতে চান অনেকেই। উল্লেখ্য, ২৬ জনের তালিকায় রিয়াল মাদ্রিদের আটজন আর ম্যাঞ্চেস্টার সিটির সাত ফুটবলার জায়গা পেয়েছেন। বার্সেলোনা থেকে রয়েছেন একমাত্র লামিনে ইয়ামাল। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড পজিশনে সবচেয়ে বেশি ভোট পাওয়া ফুটবলারই সেরা দলে ঠাঁই পাবেন। আগামী ৯ ডিসেম্বর সেরা একাদশের নাম ঘোষণা করবে ফিফা।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা