খেলা

রক্ষণ গুছিয়ে নেওয়াই চ্যালেঞ্জ হোসে মোলিনার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমের শুরুর দিকে রক্ষণের সমস্যায় বারবার ভুগতে হয়েছে মোহন বাগানকে। ডুরান্ড কাপে ব্যর্থতার পর আইএসএলের প্রারম্ভিক পর্বেও অগোছাল ছিল হোসে মোলিনার রক্ষণ। তবে সম্প্রতি টম আলড্রেড ও আলবার্তো রডরিগেজ যথেষ্ট ভরসা দিচ্ছেন। দলের পারফরম্যান্সেও তার প্রভাব পড়েছে। শেষ ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে ক্লিনশিট রেখেছে মোহন বাগান। গত শনিবার ঘরের মাঠে চেন্নাইয়ান এফসি’র চ্যালেঞ্জ টপকেছেন জেসন কামিংসরা। আগামী রবিবার পাহাড়ে তাঁদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। গত ম্যাচে তারা ইস্ট বেঙ্গলের কাছে হারলেও দুরন্ত ফর্মে রয়েছে। গতিতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করতে ওস্তাদ আলেদাইন, জিতিনরা। এমন পরিস্থিতিতে সবুজ-মেরুনের চিন্তার কারণ সেই রক্ষণ। কারণ, কার্ড সমস্যায় এই ম্যাচে নেই আলবার্তো ও শুভাশিস। 
চেন্নাইয়ানের বিরুদ্ধে মাঠে নামার আগে সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা বলেছিলেন, ‘কার্ড নিয়ে ভেবে দলে পরিবর্তনের পক্ষপাতী নই। হাতে একাধিক বিকল্প রয়েছে।’ তাহলে নির্ভরযোগ্য দুই ডিফেন্ডারের অনুপস্থিতি কীভাবে ঢাকবেন তিনি? মঙ্গলবার বিকেলে ঘরের মাঠে প্রস্তুতি শুরু করবেন স্প্যানিশ কোচ। অনুশীলনে নিশ্চয়ই টম আলড্রেডের পাশে দীপ্যেন্দু বিশ্বাসকে পরখ করে নেবেন তিনি। উইং ব্যাক পজিশনে খেললেও তরুণ ডিফেন্ডার মূলত স্টপার। ডানপ্রান্তে আশিস রাইকে শুরু থেকেই নিয়ে এসে বাঁদিকে ব্যবহার করতে পারেন আশিক কুরুনিয়ানকে।  অতীতে বেঙ্গালুরুর জার্সিতে অনেক ম্যাচ লেফট উইং ব্যাকে খেলেছেন আশিক। পাশাপাশি মোলিনার বিকল্প হতে পারেন দীপক টাংরি ও আমনদীপ সিং। সেক্ষেত্রে টাংরিকে স্টপারে এনে আমনদীপকে লেফট উইং ব্যাকে পরখ করতে পারেন তিনি। 
রক্ষণ নিয়ে চিন্তায় থাকলেও আপফ্রন্ট নিয়ে আত্মবিশ্বাসী স্প্যানিশ কোচ। গেমচেঞ্জার গ্রেগ স্টুয়ার্ট দুরন্ত খেলছেন। পাশাপাশি ‘ফক্স ইন দ্য বক্স’ কামিংস তো রয়েইছেন। সবমিলিয়ে পাহাড়েও তরতরিয়ে এগিয়ে চলতে চায় পালতোলা নৌকা। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা