কলকাতা

বনগাঁর সাহেব পুকুরে ভাসছে হাজার হাজার মৃত মাছ, পরিষ্কারের কাজ শুরু প্রশাসনের

সংবাদদাতা, বনগাঁ: পুকুরে ভাসছে হাজার হাজার মৃত মাছ। সেগুলি পচে ছড়াচ্ছে দূষণ। পচা দুর্গন্ধ থেকে নিস্তার পেতে নাকে রুমাল দিয়ে কোনওমতে পাশের রাস্তা দিয়ে যাতায়াত করছে মানুষ। ভ্রুক্ষেপ ছিল না কারও। পাশেই আদালত। দুর্গন্ধে জীবন ওষ্ঠাগত আদালতে আসা মানুষ থেকে আইনজীবী- সকলের। খবর জানাজানি হতে অবশেষে হুঁশ ফিরেছে প্রশাসনের। মঙ্গলবার সন্ধ্যায় পুকুরটি পরিষ্কার করা শুরু করেছে তারা। ঘটনাটি ঘটেছে বনগাঁ আদালতের পাশে সাহেব পুকুরে।
আদালতের পাশে বিশাল জলাশয়টি এলাকার মানুষের কাছে সাহেব পুকুর নামে পরিচিত। পুকুরটি মহকুমা শাসকের অধীনে থাকলেও মাছচাষ করার জন্য লিজ দেওয়া হয়েছিল স্থানীয় এক ব্যক্তিকে। শনিবার পুকুরে মাছ মরতে শুরু করে। রবিবার বিকেলের মধ্যে মৃত মাছে ভরে যায় গোটা পুকুর। সকলেরই অনুমান, পুকুরে কেউ বিষ মিশিয়েছে। শত্রুতার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এবিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। পুকুরের পাশেই রয়েছে পুরসভার একাধিক মার্কেট। রয়েছে তৃণমূলের জেলা কার্যালয়। 
স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত মিত্র বলেন, কয়েকদিন ধরে দেখছি পুকুরে মাছ মরে আছে। পচা মাছের দুর্গন্ধে টেকা যাচ্ছে না। এরপর তো মানুষ অসুস্থ হয়ে পড়বে! 
বনগাঁ আদালতের আইনজীবী দিবাকর বিশ্বাস বলেন, দুর্গন্ধে থাকা যাচ্ছে না। অনেক বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। অবিলম্বে প্রশাসনের উচিত পুকুরটি পরিষ্কার করা। এবিষয়ে বনগাঁর মহকুমা শাসক ঊর্মি দে বিশ্বাস বলেন, ব্যবস্থা নেওয়া হয়েছে। পুকুরটি পরিষ্কার করা হচ্ছে।-নিজস্ব চিত্র
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা