কলকাতা

ডেঙ্গু সংক্রমণে মৃত্যু চন্দননগর  হাসপাতালের চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ডেঙ্গু সংক্রমণে চিকিৎসাধীন এক মহিলা চিকিৎসকের মৃত্যু ঘিরে শোরগোল পড়েছে চন্দননগরে। কলকাতার এসএসকেএম হাসপাতালে মঙ্গলবার ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। স্বাতী দে (৪৬) নামে ওই চিকিৎসক চন্দননগর হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি চন্দননগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের হাটখোলার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই চিকিৎসকের স্বামী সুস্নাত দে নিজেও চিকিৎসক। তিনি আগে এসএসকেএম হাসপাতালেই কাজ করতেন। বদলি হয়ে বর্তমানে কোচবিহারে কর্মরত। তাঁদের কন্যাও ডাক্তারি পড়ুয়া। গত ২৪ নভেম্বর ডেঙ্গু সংক্রমণের জেরে তাঁকে প্রথমে চন্দননগর হাসপাতালে, পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্মরত চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে এদিন তাঁর বাড়ি গিয়েছিলেন হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্কমৌলি কর। পরে তিনি চন্দননগর মহকুমা হাসপাতাল পরিদর্শনও করেন। পরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, একজন কর্তব্যপরায়ণ চিকিৎসককে আমরা হারিয়েছি। যে কোনও পতঙ্গবাহিত রোগ নিয়েই স্বাস্থ্য প্রশাসন সতর্ক আছে। পতঙ্গবাহিত রোগ নিয়ে যাবতীয় পদক্ষেপ নিয়মিত করা হয়। আর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ সেন বলেন, ওই চিকিৎসক সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো গেল না। খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু আমাদের সতর্ক হওয়ার সময় এসেছে। ডেঙ্গু মশার কামড় প্রতিরোধে কড়া পদক্ষেপ জরুরি। কোনও সন্দেহ নেই, চন্দননগর ডেঙ্গুপ্রবণ এলাকা নয়। কিন্তু তারপরেও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা ভুললে চলবে না। চন্দননগর পুরসভার মেয়র বলেন, পতঙ্গবাহিত রোগ নিয়ে পুরসভা তরফে যথাযোগ্য পদক্ষেপ করা হয়। আমরা সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করব। চিকিৎসক ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর ওই মহিলা চিকিৎসকের সংক্রমণ ধরা পড়ে। দ্রুত প্লেটলেট নামতে শুরু করায় তাঁকে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। গত ৩০ নভেম্বর জটিল পরিস্থিতিতে তাঁকে এসএসকেএমে ভর্তি করা হয়। এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়।
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা