কলকাতা

এজেন্টের বাড়িতেই এলআইসির পলিসি জাল করার কারবার, যোধপুর পার্কে পুলিসের জালে অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিজের ভাড়া বাড়িতেই সে তৈরি করেছিল ভারতীয় জীবন বিমার (এলআইসি) বিভিন্ন পলিসি তৈরির ‘কারখানা’। সেখানেই তৈরি হতো নকল পলিসির সার্টিফিকেট। এমনকী এলআইসির হলোগ্রাম সহ বিভিন্ন ডিভিশনের শীর্ষকর্তাদের সই পর্যন্ত জালিয়াতি করা হতো। এই নকল ‘পলিসি’ দেওয়া হতো বিভিন্ন গ্রাহককে। খালি চোখে বোঝা মুশকিল আসল-নকলের ফারাক। নিজে এলআইসি এজেন্ট হওয়ায় কেউ সন্দেহ করতেন না। শেষ পর্যন্ত তার এই জাল পলিসি তৈরির কারবার সামনে এল। মনোরঞ্জন সর্দার নামে অভিযুক্তকে সোমবার রাতে গ্রেপ্তার করেছে লেক থানা।
পুলিস ও আদালত সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত মনোরঞ্জন দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে একটি বাড়িতে ভাড়া থাকত। এলআইসির এজেন্ট হিসেবে কাজ করত সে। বিভিন্ন জন তার কাছে পলিসি করতেন। অভিযুক্ত যেখানে থাকত, সেখানেই থাকতেন এক দম্পতি। মনোরঞ্জন তাঁকে এলআইসির পলিসি করার জন্য অনুরোধ করে। বোঝায় এতে ভবিষ্যতে কী কী সুবিধা পাওয়া যাবে। সেই সঙ্গে বড় অঙ্কের রিটার্নের আশ্বাসও দেয়। 
তার কথায় আশ্বস্ত হয়ে ধাপে ধাপে ওই দম্পতি ১২.৯ লক্ষ টাকা দেন পলিসি করার জন্য। কয়েকদিন 
পর তাঁকে পলিসিগুলির সার্টিফিকেট দেওয়া হয়।  এরপর যোধপুর পার্ক ছেড়ে চলে যায় মনোরঞ্জন। ওই এলাকায় তার অফিসটি থেকে 
যায়। সেখানে বিভিন্ন গ্রাহক আসতেন পলিসি করাতে ও টাকা জমা দিতে। গ্রাহকরা তার অফিসে এসে পলিসি নিয়ে যেতেন। যোধপুর পার্কের বাসিন্দা ওই দম্পতির কিছুদিন আগে টাকার দরকার পড়ায় তাঁরা পলিসিটি ভাঙানোর জন্য অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন।  মনোরঞ্জন বিভিন্ন অজুহাতে তাঁদের ঘোরাতে থাকে। তাঁরা পলিসিগুলি নিয়ে সোজা চলে আসেন এলআইসি অফিসে। সেখানে জমা দেওয়ার পর জানতে পারেন পলিসিগুলি জাল। এই ধরনের কোনও পলিসি এলআইসি ইস্যুই করেনি। তারপর তাঁরা লেক থানায় অভিযোগ করলে জালিয়াতি প্রতারণা সহ একাধিক ধারায় কেস রুজু হয়। কিন্তু অভিযুক্তকে পাওয়া যাচ্ছিল না।  সোমবার মনোরঞ্জন তার অফিসে আসে। খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে।
তদন্তে উঠে এসেছে, প্রথমে সে গ্রাহকদের টাকা এলআইসি অফিসে জমা করে পলিসি দিত। এজেন্ট হিসেবে নামডাক হতেই সে প্রতারণা শুরু করে। মনোরঞ্জন খেয়াল করে পলিসি সার্টিফিকেট পাওয়ার পর কোনও গ্রাহকই সেটি আসল কি না, যাচাই করতে এলআইসি অফিসে যান না।  এর সুযোগ নিয়ে এলআইসির বিভিন্ন স্কিমের জাল পলিসি পেপার তৈরির কাজ সে বাড়িতে শুরু করে। কম্পিউটারে এই নকল পলিসি তৈরির কাজ চলত। কেউ নতুন পলিসি করার পর টাকা দিলে তার জাল রসিদ দিত। অভিযোগ, এভাবে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত। তার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। 
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা