কলকাতা

দেশের দশ মহিলা বিজ্ঞানীর মূর্তি বিড়লা মিউজিয়ামে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরপর রাখা ভারতের ১০ কিংবদন্তী মহিলা বিজ্ঞানীর আবক্ষ মূর্তি। বাবা-মায়ের হাত ধরে বিজ্ঞান মিউজিয়াম দেখতে আসা খুদেরা মূর্তির সামনে দাঁড়িয়ে পড়ছে। সেখানে লেখা বিজ্ঞানীদের সংক্ষিপ্ত জীবনী। মন দিয়ে পড়ে নিচ্ছে বাচ্চাগুলো। কঠিন শব্দগুলি জিজ্ঞেস করে জেনে নিচ্ছে অভিভাবকদের কাছ থেকে। বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামে (বিআইটিএম) এখন রোজই এরকম দৃশ্য দেখা যাচ্ছে। ভারতের ১০ মহিলা বিজ্ঞানীর আবক্ষ মূর্তি বসেছে বিআইটিএমে। সেগুলির নীচে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা তাঁদের কথা, তাঁদের কাজের উল্লেখ। 
বৃহস্পতিবার মহিলা বিজ্ঞানীদের মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উপস্থিত থাকবেন রাজ্যপাল। এর পাশাপাশি বিআইটিএমে টেলিভিশন গ্যালারি ও ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিজিটাল আর্কাইভেরও উদ্বোধন হবে। এই আর্কাইভে এখনও পর্যন্ত ৭০ ভারতীয় বিজ্ঞানীর জীবনী ও তাঁদের কার্যের পুর্ণাঙ্গ তথ্য রাখা হয়েছে। আগামী দিনে এই সংখ্যা আরও বাড়বে। মহিলা বিজ্ঞানীদের আবক্ষ মূর্তি স্থাপন করার পরিকল্পনার কারণ হিসেবে বিআইটিএমের ডিরেক্টর শুভব্রত চৌধুরী বলেন, ‘বহু মহিলা বিজ্ঞানীর নাম বেশিরভাগ মানুষ জানেন না। এর পাশাপাশি দেশের মহিলারা যে বিজ্ঞানচর্চায় ব্রতী, সেই বিষয়টিও সকলে জানতে পারবেন। মূর্তির সঙ্গে কিউআর কোড বসানো হবে। যা স্ক্যান করে আরও তথ্য পাওয়া যাবে।’ বাবা-মায়েরা তো জানবেনই, তার সঙ্গে খুদেরাও ছোটবেলা থেকেই দেশের কৃতী মহিলা বিজ্ঞানীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। কাদের মূর্তি থাকছে? তালিকায় রয়েছেন জৈব রসায়নবিদ দর্শন রঙ্গনাথন, উদ্ভিদবিদ ডঃ অর্চনা শর্মা, ইঞ্জিনিয়ার রাজেশ্বরী চট্টোপাধ্যায়, আবহাওয়াবিদ আন্না মণি, জীববিজ্ঞানী কমল রনভিদ, রসায়নবিদ অসীমা চট্টোপাধ্যায়, পদার্থবিদ বিভা চৌধুরী, নৃতত্ত্ববিদ ডঃ ইরাবতী কার্ভে, উদ্ভিদবিদ ইকে জানকি আম্মাল ও চিকিত্সক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। মূর্তির সঙ্গে ওই বিজ্ঞানীদের তথ্য সমৃদ্ধ আর্কাইভ সাধারণ মানুষ সহ গবেষকদের নানা কাজে সাহায্য করবে বলে মনে করছে কর্তৃপক্ষ। নিজস্ব চিত্র
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা