কলকাতা

‘মিথ্যে মামলা’য় জেলে বাবা, আত্মঘাতী মেয়ে, লেকটাউনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নবম শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা ঘিরে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়াল লেকটাউনের দক্ষিণদাঁড়ি রোড এলাকায়। অভিযোগ, কালীপুজোর সময় ফ্ল্যাটের মধ্যে বাজি ফাটানো নিয়ে ওই ছাত্রীর বাবা প্রতিবাদ করেছিলেন। সেই ঘটনায় এক প্রতিবেশী উল্টে তাঁকেই মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করে। সেই মিথ্যা মামলা মেনে নিতে পারেনি ওই ছাত্রী। সেই অপমানেই আত্মঘাতী হয়েছে সে! ঘটনার পরই এলাকার বাসিন্দারা তুমুল বিক্ষোভ শুরু করেন। মৃতদেহ উদ্ধার করতে গেলে পুলিসকেও বাধা দেওয়া হয়। যারা ওই ছাত্রীর বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিল, বেগতিক বুঝে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। দুপুরে আত্মহত্যার ঘটনা ঘটলেও বিক্ষোভের জেরে সন্ধ্যা পর্যন্ত পুলিস দেহ উদ্ধার করতে পারেনি। বিক্ষোভকারীদের দাবি, যারা মেয়েটির বাবাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে, তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে।
পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতা ছাত্রীর নাম স্বস্তিকা সাউ (১৪)। এদিন দুপুরে কিছুক্ষণের জন্য সে ফ্ল্যাটে একাই ছিল। তখনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। স্বস্তিকার বাবার নাম বিরজু সাউ। গত ২ নভেম্বর পকসো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। লেকটাউন থানার অন্তর্গত দক্ষিণদাঁড়ি রোডের ২ নম্বর নেহরু কলোনির আবাসনে তাঁদের ফ্ল্যাট রয়েছে। তিনতলার উপরে তাঁদের ফ্ল্যাট। তাঁদের ফ্ল্যাটের উল্টো দিকেই রয়েছে এক প্রতিবেশীর ফ্ল্যাট। সেই ফ্ল্যাটে নাবালিকা কন্যাকে নিয়ে থাকত এক মহিলা। মৃত ছাত্রীর মা শিখা সাউ বলেন, ‘কালীপুজোর সময় ওই প্রতিবেশী ফ্ল্যাটের মধ্যেই বাজি ফাটাচ্ছিল। বারণ করেছিল আমার স্বামী। সেই কারণে মেয়েকে দিয়ে ওই মহিলা আমার স্বামীর বিরুদ্ধে লেকটাউন থানায় মিথ্যে মামলা করে। পুলিস গ্রেপ্তার করে নিয়ে যায়। একমাস হয়ে গেল। সোমবার জামিন হওয়ার কথা ছিল। তাও হয়নি। আমার মেয়ে ভেঙে পড়েছিল। বাবাকে ফাঁসিয়ে দেওয়ার অপমান ও মেনে নিতে পারেনি। তাই আত্মহত্যা করেছে। আমরা সুবিচার চাই। যাদের জন্য আমার পরিবারের এই অবস্থা, তাদের কঠোর শাস্তি চাই।’
দুপুর ১টা নাগাদ আত্মহত্যার ঘটনা সামনে আসার পরই বিক্ষোভ শুরু হয়। তখনই অভিযোগকারী প্রতিবেশী (মা ও মেয়ে) ফ্ল্যাট ছেড়ে অন্যত্র চলে যায়। এলাকার বাসিন্দারা দক্ষিণদাঁড়ি রোডে প্রায় ৫ ঘণ্টা বিক্ষোভ করেন। বিধাননগরের ডিসি (এসিপি নর্থ) সহ পদস্থ পুলিস অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। আসেন স্থানীয় কাউন্সিলারও। পরিবারের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়ার পর সন্ধ্যা ৬টা নাগাদ বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে। তারপর পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা