কলকাতা

সিবিআই তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে দু’জনকে জামিন দিল  হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের নিম্ন আদালতগুলিতে জামিন দেওয়ার ক্ষেত্রে আগেই ছাড়পত্র দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুধু তাইই নয়, নভেম্বর মাসেই সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলে চার অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিল শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর বেঞ্চ। এবার ফের এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ধরন নিয়ে প্রশ্ন তুলে দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 
অভিযোগ ছিল, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন নদীয়ার গাংনাপুরের স্থানীয় বিজেপি নেতা উত্তম ঘোষকে চোখ উপড়ে খুন করে দেওয়া হয়। সেই ঘটনায় তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তদন্তে নেমে মোট আটজনকে গ্রেপ্তার করে সিবিআই। তার মধ্যে ছিলেন স্থানীয় তৃণমূল নেতা ভোলানাথ বিশ্বাস এবং বিশু বিশ্বাস। দীর্ঘ তিন বছর পর তাঁরা জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহার রায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীর আইনজীবী আবীর নিয়োগী দাবি করেন, অভিযুক্তরা তিন বছর জেলে রয়েছেন। মোট ৭১ জন সাক্ষীর মধ্যে এখনও পর্যন্ত মাত্র দু’জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তদন্তের গতি প্রকৃতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও সিবিআই জানায়, তদন্ত চলছে। এ ব্যাপারে বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ জানায়, মামলাকারীর দাবি সঙ্গত। এরপরই দুই মামলাকারীকে রানাঘাট থানা এলাকার বাইরে না যাওয়ার শর্তে জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ। 
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, এখন থেকে আইন মেনে হাইকোর্ট রাজ্যের নিম্ন আদালতগুলি ভোট পরবর্তী হিংসা মামলায় জামিন মঞ্জুর করতে পারবে। 
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা