কলকাতা

ঝিল পাড় সংস্কার, সৌন্দর্যায়নের পাশাপাশি বোটিং চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: গড়িয়া স্টেশন থেকে নবগ্রাম যাওয়ার পথে একটি ঝিল রয়েছে। সেই ঝিল সংস্কারের পর সৌন্দর্যায়নের পাশাপাশি বোটিং চালুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করল রাজপুর সোনারপুর পুরসভা। যেহেতু ওই ঝিলটি রেলের সম্পত্তি, তাই তাদের সঙ্গে কথা শুরু করেছে পুরসভা। সেই আলোচনায় মৌখিক আশ্বাস মিলেছে বলে খবর। এদিকে, ওই অঞ্চলে উন্নয়নের জন্য ১ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করে রাস্তা সম্প্রসারণ এবং রক্ষণাবেক্ষণের কাজ হয়েছে। তবে স্টেশনের সান্ধ্য বাজারের গলির মুখে এখনও যানজট হয়। এবার সেই রাস্তা চওড়া করার কাজে হাত দিল পুরসভা। সোমবার কয়েকটি দোকান ভাঙা হয়েছে। আবার কয়েকটি দোকানের একাংশ ভেঙে ছোট করা হয়েছে, যাতে রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে সমস্যা না হয়।
পুরসভার সিআইসি সদস্য নজরুল আলি মণ্ডল বলেন, এই এলাকায় উন্নয়নের প্রথম ধাপ হিসেবে রাস্তার কাজ করা হয়েছে। অটো এবং বাইক পার্কিংয়ের জন্য পৃথক জায়গা চিহ্নিত করা হয়েছে। এই কাজের জন্য সোনারপুর উত্তরের বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছে ৪৩ লক্ষ টাকা এবং বাকিটা দিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। দ্বিতীয় ধাপ হিসেবে ঝিলের সৌন্দর্যায়নের পরিকল্পনা রয়েছে। এ নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে পুরকর্তাদের কথাবার্তা চলছে। এছাড়াও গোটা রাস্তায় বসানো হবে হাইমাস্ট লাইট। ঝিল পাড়ে বসার জায়গা তৈরি করবে পুরসভা, যাতে সকাল বা বিকেলের দিকে বসে সময় কাটাতে পারেন সাধারণ মানুষ।
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা