দেশ

স্বর্ণ মন্দিরে প্রকাশ্যে সুখবীর সিং বাদলকে গুলি করে খুনের চেষ্টা, গ্রেপ্তার হামলাকারী

অমৃতসর, ৪ ডিসেম্বর: স্বর্ণমন্দিরে প্রকাশ্য দিবালোকে প্রাণঘাতী হামলা! তাও আবার খোদ রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর উপর। আজ বুধবার সকালে অমৃতসরের স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের কাছে গুলি করে খুনের চেষ্টা করা হয় শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলকে। অল্পের জন্য রক্ষা পেলেন পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। তবে উপস্থিত লোকজনেরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বুধবার সকাল ৯টা নাগাদ স্বর্ণ মন্দিরের প্রবেশদ্বারের সামনে পৌঁছন সুখবীর। স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরে কিছু মানুষের জমায়েত ছিল। সেই সময়ে ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে যায় আততায়ী। এরপর আচমকা জামার ভিতর থেকে আগ্নেয়াস্ত্রটি বের করে সুখবীরকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওক্রমে প্রাণে বাঁচেন শিরোমণি অকালি দলের নেতা।  কিন্তু ভিড় থাকায় গুলি চালিয়ে আততায়ী পালিয়ে যেতে পারেনি। উপস্থিত ভক্তরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলেন। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মন্দির চত্বরে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নারায়ণ সিং চৌরা। নারায়ণ অমৃতসর থেকে ৭৫ কিলোমিটার দূরের গুরুদাসপুর জেলার বাসিন্দা। পুলিস ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। খুনের নেপথ্যে নারায়ণের কী উদ্দেশ্য ছিল? এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না তা-ও খতিয়ে দেখছেন পুলিস আধিকারিকরা।   
এ প্রসঙ্গে অমৃতসরের পুলিস কমিশনার বলেন, “নারায়ণের বিরুদ্ধে আগে অপরাধমূলক কাজে জড়িয়ে থাকার প্রমাণ রয়েছে। এই ঘটনার আমরা একটি মামলা দায়ের করেছি। ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে।’ জনগণকে শান্তি বজায় রাখার আহ্বানও জানান তিনি।         
প্রসঙ্গত, ২০১৫ সালে গুরু গ্রন্থ সাহিব অপবিত্রকরণের ঘটনায় দেরা সাচা সৌদার প্রধান গুরমিত রাম রহিমের পাশে দাঁড়িয়েছিলেন সুখবীর। ওই ঘটনায় সম্প্রতি তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। অমৃতসরের স্বর্ণমন্দির সহ বিভিন্ন গুরদ্বারে রান্নাঘর ও শৌচাগার সাফাই করার নির্দেশ দেওয়া হয় তাঁকে। উল্লেখ্য, দলের অন্দরে অসন্তোষের জেরে গত মাসেই শিরোমণি অকালি দলের নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন পাঞ্জাবের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল। শুধু সুখবীরই নন। তাঁর বাবা তথা পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ সিং বাদলও শাস্তির মুখে পড়েছেন। ২০১১ সালে শিখ সম্প্রদায়ের সেবার জন্য তাঁকে ফকর-ই-কোয়াম (শিখেদের গর্ব) সম্মান দেওয়া হয়েছিল। সেই সম্মান কেড়ে নেওয়া হয়েছে। সুখবীর ছাড়াও ২০১৫ সালে পাঞ্জাবের মন্ত্রিসভা, আকালি দলের নেতা ও কোর কমিটির সদস্যদেরও সাজার মুখে পড়তে হয়েছে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা