রাজ্য

দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ, বুধবার কেমন থাকবে শহরের আবহাওয়া?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীত এসেও থমকে গিয়েছে দক্ষিণবঙ্গে। গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা চড়েই ছিল। অবশেষে বঙ্গোপসাগর থেকে আসা পুবালি বাতাস নিষ্ক্রিয় হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকাল মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় অবশ্য তাপমাত্রা তুলনায় অল্প কমেছে। তবে জেলায় কিছুটা হলেও শীত ফিরেছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন, আগামী কাল বৃহস্পতিবার থেকে শীত পড়ার ব্যাপারটা বেশি করে অনুভূত হবে। ওইদিন থেকে তাপমাত্রা আরও বেশি নামবে। উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক হাওয়া ঢুকতে শুরু করার জন্য তাপমাত্রা কমেছে। শনিবার নাগাদ পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হবে। ওই ঝঞ্ঝাটি সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় ঢুকবে বলে জানিয়েছে মৌসম ভবন। পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হলে উত্তুরে হাওয়া কিছুটা দুর্বল হয়। আবার ঝঞ্ঝা সরে গেলে কনকনে ঠান্ডা বাতাস এসে তাপমাত্রা আরও কমায়। তবে ঝঞ্ঝার প্রভাব এ রাজ্যে কতটা পড়বে সে বিষয়ে অবশ্য মৌসন ভবন এখনও কিছু জানায়নি। তবে দিন দুই পর পূর্ব ভারতে ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে।
এদিকে, আজ বুধবার সকালে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি বেশি। যেখানে গতকাল, মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। তবে সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ শহরের আকাশ পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় শহরের কোথাও বৃষ্টি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস।
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা