রাজ্য

ডিজিটাল প্রতারণা: এবার সাইবার ফোর্স গড়ছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশজুড়ে চলছে অবাধ ডিজিটাল লুট। কোনও প্রতিরোধ ব্যবস্থা নেই। রিজার্ভ ব্যাঙ্ক দফায় দফায় ব্যাঙ্কগুলিকে সাইবার সুরক্ষা ব্যবস্থা কঠোর করার নির্দেশ দিলেও কোনও সুফল হচ্ছে না। কখনও ফোনে, কখনও ভিডিও কলে অথবা হ্যাকিং করে নিমেষের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে ডিজিট্যাল দুষ্কৃতীরা। আর তাই দুষ্কৃতীদের দৌরাত্ম্য মোকাবিলায় এবার সাইবার ফোর্স গঠন করতে চলেছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। যাকে সংক্ষেপে বলা হয় আইফোরসি। এই বিভাগের পক্ষ থেকে এ পর্যন্ত  ৬ লক্ষ ৬৯ হাজার সিম কার্ড ব্লক করে দেওয়া হয়েছে। ১ লক্ষ ৩২ হাজার আইএমআইইকেও নম্বরকেও ব্লকের আওতায় আনা হয়েছে। কিন্তু অপরাধ প্রবণতার সংখ্যায় এই ব্যবস্থা সিন্ধুতে বিন্দুমাত্র। কেন্দ্র, রাজ্য, টেলিকম, পেমেন্ট অ্যাগ্রিগেটর, আইটি ইন্টারমিডিয়ারিজ ইত্যাদি সকলকে নিয়ে যেভাবে আইসিফোর কাজ করে, সেই ধাঁচেই আরও সক্রিয় একটি বিভাগ তথা বাহিনি চালু করা হবে। এই বাহিনির বিশেষ দায়িত্ব হবে অভিযোগের ট্র্যাক করা। সেইসঙ্গে একটি সর্বভারতীয় টোল ফ্রি নম্বর চালু করা। ব্যাঙ্ক থেকে টাকা চলে গেলেই সেই নম্বরে ফোন করতে হবে। যে অভিযোগটি একই সঙ্গে প্রতিটি বিভাগেই নথিভুক্ত হবে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট অভিযুক্ত নম্বরটির গতিপ্রকৃতির তত্ত্বতলাশ করা হবে। আইফোরসির মাধ্যমেই আরও বৃদ্ধি করা হবে ট্রেনিং প্রোগ্রাম। সাইবার  হাইজিন ট্রেনিং চালু হবে। এই সাইবার ফোর্সের জন্য পৃথক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে শীঘ্রই। 
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা