বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

একধাক্কায় তাপমাত্রা কমতে পারে ৫ ডিগ্রি,  সপ্তাহ শেষে জাঁকিয়ে ঠান্ডা শহরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের শেষের দিকে মনে হয়েছিল, শীতের ইনিংস বুঝি শুরু হল। ক’দিন যেতে না যেতেই বাধা! দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ঠান্ডা উধাও। কারণ, ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন এলাকায় পুবালি বাতাস সক্রিয় হয়ে ওঠে। তার সঙ্গে বঙ্গোপসাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে থাকে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। থমকে যায় উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও শীতল বাতাসের প্রবাহ। সোমবার থেকে সেই পুবালি বাতাস দুর্বল হতে শুরু করেছে। ফলে উত্তর-পশ্চিমের শীতল বাতাসের প্রবাহ ফের শুরু হবে এবং জাঁকিয়ে ঠান্ডা পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শুধু তাই নয়, চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপমাত্রা আরও কমে ১০ ডিগ্রির আশপাশে চলে আসতে পারে কোথাও কোথাও। 
গত ক’দিনের তুলনায় সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২০ ডিগ্রি সেলসিয়াস) কিছুটা কমলেও তা ছিল স্বাভাবিকের থেকে ৩.৪ ডিগ্রি বেশি। আকাশ মেঘলা থাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা (২৫.৬ ডিগ্রি)  স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম ছিল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অবশ্য সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের যেখানে পারদ ১১-১২ ডিগ্রিতে নেমে গিয়েছিল, এদিন তা ১৬-১৭ ডিগ্রির কাছাকাছি হয়। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, বাতাসে বেশি মাত্রায় জলীয় বাষ্প ঢুকে পড়াতেই সর্বনিম্ন তাপমাত্রা কমতে কিছুটা সময় নেবে। আজ, মঙ্গলবার ও কাল, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও একটু কমে ১৮-১৯ ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির আশঙ্কা নেই। আজ সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বেলা বাড়লে পরিষ্কার হবে। বুধবার আরও উন্নতি হবে আবহাওয়ার। 
পশ্চিমাঞ্চল দিয়েই উত্তর-পশ্চিমের ঠাণ্ডা হাওয়া ঢোকে। তাই ওইসব অঞ্চলে ঠান্ডার প্রকোপ বেশি হয়। নভেম্বর মাসেই পুরুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে এসেছিল। ডিসেম্বরে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৬-৭ ডিগ্রিতেও নেমে যায় কোনও কোনও দিন। আবহাওয়াবিদরা বলছেন, কনকনে ঠান্ডা বলতে যা বোঝায়, কলকাতা ও সংলগ্ন এলাকায় সেই পরিস্থিতি থাকে সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এটাই শহরে শীতের ‘পিক টাইম’। ডিসেম্বর মাসে কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি। তবে গত ১২ বছরের মধ্যে তা ১০ ডিগ্রিতে নামার নজিরও আছে। ১৯৬৬ সালের ২২ ডিসেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.২ ডিগ্রি। এটাই এখনও পর্যন্ত ডিসেম্বরে কলকাতায় সবচেয়ে বেশি ঠান্ডার রেকর্ড। 
1Month ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা