বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ভারতীয়দের সাহসিকতায় মুগ্ধ কুক

লন্ডন: তারকা অশ্বিনের বদলে প্রথম একাদশে অনভিজ্ঞ ওয়াশিংটন সুন্দরের নির্বাচন। টস জিতে ক্যাপ্টেন যশপ্রীত বুমরাহের ব্যাটিংয়ের সিদ্ধান্ত। মিচেল স্টার্ককে তরুণ যশস্বী জয়সওয়ালের স্লেজ— সবমিলিয়ে পারথ টেস্টে ভারতীয়দের সাহসিকতায় মুগ্ধ অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক এক সাক্ষাত্কারে বলছিলেন, ‘পারথে অস্ট্রেলিয়া সচরাচর হারে না। সেখানে হোম টিমকে দুরমুশ করে দেওয়া মুখের কথা নয়। ভারতের প্রশংসা করতেই হবে। বুমরাহ-যশস্বীদের সাহসিকতা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমায়।’
কুকের বিশ্লেষণ, ‘বেশিরভাগ অধিনায়কই পারথের এই উইকেটে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিত। তবে বুমরাহ সেই পথে হাঁটেনি। ১৫০ রানে দল অল-আউট হওয়ার পরও বিশ্বাস হারায়নি ও। বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে অস্ট্রেলিয়াকে পাল্টা চাপে ফেলেছে বুমবুম। রোহিত শর্মার অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে দারুণভাবে পরিচালনা করল ও।’ ভারতের দল নির্বাচনেরও প্রশংসা করেছেন প্রাক্তন ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, ‘অশ্বিনের ঝুলিতে ৫০০’রও বেশি টেস্ট উইকেট রয়েছে। তা সত্ত্বেও তাকে বেঞ্চে বসিয়ে তরুণ ওয়াশিংটনকে খেলিয়ে সাহসিকতার পরিচয় রেখেছে। এছাড়া অভিষেক ম্যাচেই নজর কেড়েছে পেসার হর্ষিত রানা ও অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি।’ উল্লেখ্য, পারথ টেস্টে ভারতের জয়ের নায়ক অবশ্যই বুমরাহ। তবে যশস্বী জয়সওয়ালের কথাও উল্লেখ করতে হবে। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ১৬১ রানের ইনিংস খেলে ভারতের জয়ের পথ প্রশস্ত করেছেন তরুণ তুর্কি। সেই পথে তারকা মিচেল স্টার্ককে তাঁর স্লেজ রীতিমতো ভাইরাল। যশস্বীকে বলতে শোনা গিয়েছে, ‘বড্ড আস্তে বল করছ হে!’ এই প্রসঙ্গে ইংল্যান্ডের হয়ে টেস্টে প্রথম ১০ হাজার রান করা তারকা কুকের মন্তব্য, ‘স্টার্কের বিরুদ্ধে অনেক খেলেছি। ও কোনওভাবেই আস্তে বল করে না। আর যদি কখনও করত, আমি মুখ বন্ধ রাখতাম। ওকে কোনওভাবেই রাগাতে চাইতাম না। যশস্বীর বুকের পাটা রয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়ার হার বরাবরই উপভোগ করি।’ পাশাপাশি বড় মঞ্চে জ্বলে উঠেছেন বিরাট কোহলিও। ভারতীয় মহাতারকার সেঞ্চুরি প্রসঙ্গে কুকের বক্তব্য, ‘বিরাট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। প্রথম টেস্টেই ও বড় রান পাওয়ায় টিম ইন্ডিয়ার সুবিধা হল। বাকি ম্যাচগুলিতে বিরাট ছন্দ ধরে রাখলে অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা