খেলা

প্র্যাকটিসে জোর সিরাজের

ক্যানবেরা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টে এসেছিল মোটে দুই উইকেট। হতাশা গ্রাস করছিল মহম্মদ সিরাজকে। তবে ডনের দেশে তিনি পুরনো ছন্দে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে পারথে হায়দরাবাদির সংগ্রহ পাঁচ উইকেট। নতুন বলে যশপ্রীত বুমরাহকে যোগ্য সঙ্গত দেন তিনি। অ্যাডিলেড ওভালে গোলাপি বলের টেস্টের আগে যা আত্মবিশ্বাস বাড়িয়েছে সিরাজের। 
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে রবিবার প্রস্তুতি ম্যাচে পিঙ্ক বলে এক উইকেট নেন তিনি। এর আগে গোলাপি বলে কোনও ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সি। এই ম্যাচ তাই হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। সিরাজ বলেছেন, ‘গোলাপি বলের সিন্থেটিক অনুভূতি রয়েছে। লাল বলের তুলনায় যা অনেকটাই আলাদা। এর সিম খুব শক্ত। রীতিমতো উজ্জ্বলও। তাই এই বল ধাঁধায় ফেলতে পারে। মানিয়ে নেওয়ার জন্য অনুশীলনে সময় দেওয়া জরুরি। একটা ম্যাচই যথেষ্ট নয়। অনুশীলনের মাধ্যমেই এই বলের সঙ্গে ধাতস্থ হয়ে উঠব। মনে হল, ব্যাক অব দ্য লেংথ বল করাই সুবিধাজনক। কারণ সামনে বল করলেও খুব একটা সুইং হচ্ছে না। তাই হিট দ্য ডেক বল করে সিম মুভমেন্টে ভরসা রাখা যায়।’ গোধূলিতে গোলাপি বল বেশি সুইং করে বলে শুনেছেন সিরাজ। কিন্তু ফ্লাডলাইটের আলোয় তিনি বল করেননি রবিবার। তাঁর কথায়, ‘সন্ধ্যায় গোলাপি বলে হাত ঘোরানোর অভিজ্ঞতা নেই। অ্যাডিলেডে অবশ্য সেভাবে প্র্যাকটিস করব।’
ছন্দে ফেরার জন্য সতীর্থ যশপ্রীত বুমরাহ, টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণের কাছে কৃতজ্ঞ তিনি। বুমরাহ তাঁকে নির্দিষ্ট লাইনে ধারাবাহিকভাবে বল রাখার পরামর্শ দিয়েছেন। উপভোগ করতেও বলেছেন বোলিং। সেভাবেই এসেছে উইকেট। ভরত অরুণের টিপস, ‘উইকেটের পিছনে দৌড়ে লাভ নেই, তুমি শুধু বোলিংয়ের আনন্দটা পুরোদমে নাও।’ ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেলের কাছে সিরাজ আবার ‘যোদ্ধা’। উইকেট ঠিকই আসবে, ক্রমাগত বলে গিয়েছেন প্রোটিয়া কোচ। পারথের সাফল্য তাই স্বস্তি জোগাচ্ছে সিরাজকে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা