বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

গোলাপি টেস্ট অনিশ্চয়তায় ভরা: স্মিথ

অ্যাডিলেড: ভারতের কাছে প্রথম টেস্ট হেরে প্রবল চাপে অস্ট্রেলিয়া। সামনে এবার গোলাপি বলের টেস্ট। অ্যাডিলেডে ম্যাচ শুরু ৬ ডিসেম্বর। দুই শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। গোলাপি বলে টেস্টে প্রতি পদক্ষেপে থাকে চ্যালেঞ্জ। বিশেষ করে গোধূলিতে বেশি বিপাকে পড়েন ব্যাটসম্যানরা। সেকথা মানছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যানের কথায়, ‘গোলাপি বলে টেস্টে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয়। কিছুটা সময় দিনের আলোতে খেলতে হয়। আবার মানিয়ে নিতে হয় ফ্লাডলাইটেও। তাই প্রতি মুহূর্তই অনিশ্চয়তায় ভরা। সেই কারণে প্রস্তুতিতে কোনও খামতি রাখা চলবে না।’ 
তবে গোলাপি বলের টেস্টে স্টিভ স্মিথের রেকর্ড খুবই ভালো। এখনও পর্যন্ত তিনি ১১টি ম্যাচে করেছেন ৭৬০ রান। গড় ৪০-এর উপর। একটি সেঞ্চুরির পাশপাশি পাঁচটি হাফ-সেঞ্চুরিও রয়েছে তাঁর নামের পাশে। অ্যাডিলেডেই পাকিস্তানের বিরুদ্ধে ২০১৬ সালে ১৩০ রান হাঁকিয়েছিলেন স্মিথ। দ্বিতীয় ইনিংসেও ঝলসে উঠেছিল অজি তারকার ব্যাট। ম্যাচটি সহজেই জিতেছিল অস্ট্রেলিয়া। তবে অজিদের মধ্যে গোলাপি বলের টেস্টে সফলতম মার্নাস লাবুশানে। ৬৩.৮৫ গ঩ড়ে তিনি দিনরাতের টেস্টে করেছেন ৮৯৪। তবে এই দুই তারকা চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে একেবারেই ছন্দে নেই। স্মিথ পারথ টেস্টে করেছিলেন সর্বসাকুল্যে ১৭। প্রথম ইনিংসে ফিরেছিলেন শূন্য হাতে। অফ ফর্মে লাবুশানেও। প্রথম টেস্টে তাঁর সংগ্রহ মাত্র পাঁচ। তবুও ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে অ্যাডিলেড টেস্টে এই দুই ব্যাটসম্যানের উপর বাড়তি ভরসা অজি টিম ম্যানেজমেন্টের। তার একটাই কারণ, গোলাপি বলে টেস্ট খেলার দীর্ঘ অভিজ্ঞতা। তবে স্মিথ ও লাবুশানের মাথার উপর খাঁড়া ঝুলছে। দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলে প্রথম একাদশ থেকে তাঁরা বাদও পড়তে পারেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্ত্রীর  শরীর স্বাস্থ্য নিয়ে হঠাৎ সমস্যায় মানসিক চিন্তা ও উদ্বেগ। কাজকর্ম কমবেশি এগবে। অতিরিক্ত পরিশ্রমে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা