বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

শচীনের রেকর্ড ভাঙার হাতছানি যশস্বীর সামনে

অ্যাডিলেড: বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ১৬১ রানের ইনিংস খেলে ঝলমলে যশস্বী জয়সওয়াল। সেই ছন্দ অ্যাডিলেডে গোলাপি টেস্টেও ধরে রাখতে মরিয়া তিনি। তাছাড়া শচীন তেল্ডুলকরের এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক টেস্ট রানের রেকর্ড ভাঙার হাতছানিও রয়েছে তরুণ তুর্কির সামনে। উল্লেখ্য, ২০১০ সালে ২৩ ইনিংসে ৭টি শতরান সহ ৭৮.০১ গড়ে মাস্টার ব্লাস্টারের সংগ্রহ ১৫৬২। ভারতীয়দের মধ্যে যা সর্বাধিক। আর যশস্বী চলতি বছরে টেস্টে এখনও পর্যন্ত ৫৮.১৮ গড়ে ১২৮০ রান করেছেন। তাতে শামিল তিনটি শতরানও। অর্থাত্ শচীনের রেকর্ড স্পর্শ করতে এখনও তাঁর প্রয়োজন ২৮২ রান। রেকর্ড বুকে নাম তোলার জন্য চলতি বছরে আরও তিনটি টেস্টে খেলার সুযোগ পাবেন বাঁহাতি ব্যাটার। অবশ্য বিশ্বে এক ক্যালেন্ডার বছরের সর্বাধিক রানের মালিক মহম্মদ ইউসুফ। ২০০৬ সালে ১১ ম্যাচে ৯৯.৩৩ গড়ে ১৭৮৮ রান করেছিলেন পাকিস্তানের তারকা প্রাক্তন ক্রিকেটার।
চলতি বছরে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রান করেছিলেন যশস্বী। পাঁচ ম্যাচে তাঁর ব্যাট থেকে আসে ৭১২ রান। দু’টি সেঞ্চুরির পাশাপাশি একটি ডাবল সেঞ্চুরিও হাঁকান তিনি। অস্ট্রেলিয়া মাটিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অবশ্য খাতাই খুলতে পারেননি যশস্বী। তবে ক্যাঙারুর দেশের পরিবেশ ও উইকেটের বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সময় নেননি তিনি। দ্বিতীয় ইনিংসে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিং জুটিতে ২০১ রান যোগ করেন যশস্বী। স্টার্ক, হ্যাজলউডদের বিবর্ণ করে শতরান হাঁকাতেও ভুল হয়নি তাঁর।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা