খেলা

লাস্ট বয়ের তকমা ঘোচাতে মরিয়া কোচ অস্কার ব্রুজোঁ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা সাত ম্যাচ পয়েন্ট নষ্টের ধাক্কা কাটিয়ে অবশেষে আইএসএলে জয়ের মুখ দেখেছে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডকে বশ মানায় অস্কার ব্রুঁজোর ছেলেরা। সেই সঙ্গে স্প্যানিশ কোচের প্রশিক্ষণে টানা পাঁচ ম্যাচে অপরাজিত লাল-হলুদ ব্রিগেড। স্বাভাবিকভাবেই বদলে যাওয়া এই ইস্ট বেঙ্গলের সিংহভাগ কৃতিত্ব কোচ অস্কারের। স্প্যানিশ কোচ অবশ্য আবেগের জোয়ারে গা ভাসাতে নারাজ। বরং আগামী ম্যাচেও এই ছন্দ ধরে রেখে দলকে লিগ টেবিলের উপরের দিকে টেনে তোলাই লক্ষ্য তাঁর। সেই মতো দু’দিনের ছুটি কাটিয়ে সোমবার বিকেলে চেন্নাইয়ান ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়লেন ক্লেটন-শৌভিকরা। শনিবার অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবেন তাঁরা। তার আগে ফুটবলারদের ভুলত্রুটি শোধরানোই লক্ষ্য লাল-হলুদ কোচের।
আট ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ চার পয়েন্ট। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে চেন্নাইয়ান এফসি। তাই প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন লাল-হলুদ কোচ। গত শনিবার যুবভারতীতে মোহন বাগান বনাম চেন্নাই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন তিনি। দক্ষিণের দলটির শক্তি ও দুর্বলতার খুঁটিনাটি তুলে নিয়েছেন নোটবুকে। সেই মতোই সোমবার প্রস্তুতি শুরু করে দিলেন অস্কার। তাঁর কথায়, ‘চেন্নাই যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। কোচ আওয়েন কোয়েল দীর্ঘদিন ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। ফলে তাঁর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। সেটপিস কাজে লাগাতে প্রতিপক্ষ পারদর্শী। তাই আমদের সতর্ক থাকতে হবে। অ্যাওয়ে ম্যাচ হলেও জয়ের লক্ষ্যেই নামবে ছেলেরা।’
নর্থইস্ট ম্যাচে লাল কার্ড দেখায় চেন্নাইয়ানের বিরুদ্ধে লালচুংনুঙ্গাকে পাবে না ইস্ট বেঙ্গল। তাই রক্ষণে ফের বদল আনতে হবে কোচ অস্কারকে। আগামী কয়েকদিন অনুশীলনে এই বিষয়ে জোর দিতে চান তিনি। একইসঙ্গে কার্ড সমস্যা কাটিয়ে নন্দ কুমার ও মহেশ সিংয়ের দলে ফেরাটা স্বস্তিতে রাখবে লাল-হলুদ কোচকে।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে সরব হল ইস্ট বেঙ্গল ক্লাব। গোটা পরিস্থিতির গুরুত্ব বিচার করে দ্রুত সমস্যা সমাধানের জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে যথাযথ আবেদন জানালেন ক্লাব কর্তারা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা