খেলা

চেন্নাই ম্যাচের আগে ক্রেসপোর চোট চিন্তা বাড়াচ্ছে ইস্ট বেঙ্গলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চেন্নাইয়ান ম্যাচের আগে সাউল ক্রেসপোকে নিয়ে চিন্তায় ইস্ট বেঙ্গল। স্প্যানিশ ফুটবলারের কাফ মাসলে চোট। সূত্রের খবর, এমআরআই হয়েছে তাঁর। মঙ্গলবার মিনিট পনেরো অনুশীলনের পরেই মাঠ ছাড়েন তিনি। ফলে বেশ অস্বস্তিতে অস্কার ব্রুজোঁ। আসলে ইস্ট বেঙ্গলের মাঝমাঠে ক্রেসপোর বিকল্প নেই। বক্স টু বক্স মিডিও ছাড়াও জায়গা বদলে উইং থেকেও হানা দেন তিনি। অসম্ভব ওয়ার্কলোড নেওয়ার ক্ষমতা রয়েছে। সাউল না থাকলে মাঝমাঠের ভারসাম্য নষ্ট হতে পারে। তবে ম্যাচের এখনও তিনদিন বাকি। তাই ঝুঁকি না নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রেসপোকে। তবু যতক্ষণ না পুরো অনুশীলন করেন, উদ্বেগ থেকেই যাচ্ছে। উল্লেখ্য, গত মরশুমে ডার্বিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই স্প্যানিশ। তিনি না থাকায় ব্যালান্স নষ্ট হয় গোটা দলের। ক্রমশই পিছতে থাকে কুয়াদ্রাত ব্রিগেড। এবার তাই বাড়তি সতর্ক টিম ম্যানেজমেন্ট। আইএসএলে সদ্য জয়ের মুখ দেখেছে লাল-হলুদ ব্রিগেড। পরের দু’টি ম্যাচে তাদের প্রতিপক্ষ যথাক্রমে চেন্নাইয়ান এফসি ও ওড়িশা এফসি। যে কোনও মূল্যে পুরো পয়েন্ট পেতে মরিয়া অস্কার। কার্ড সমস্যা মিটিয়ে মহেশ আর নন্দ ফিরছেন। ফলে নর্থইস্ট ম্যাচের ফর্মেশন বদলের সম্ভাবনা। 
এদিকে, আইএসএলে ভালো শুরু করেও ক্রমশ হতাশা বাড়াচ্ছে মহমেডান স্পোর্টিং। আগামী শুক্রবার সাদা-কালো ব্রিগেডের পরের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। দুরন্ত ফর্মে থাকা লুকা, ভিদালদের আটকানো বেশ কঠিন। তবে কার্ড সমস্যা মিটিয়ে আলেক্সিস ও কাসিমভের ফেরা চিন্তা কমাবে কোচ চেরনিশভের। রক্ষণ নিয়ে সমস্যা অবশ্য থেকেই যাচ্ছে। জামশেদপুরের বিরুদ্ধে মাথায় চোট পান গৌরব বোরা। পরের ম্যাচে অনিশ্চিত। সদ্য সুস্থ হওয়া আদজার আত্মবিশ্বাস ফিরতে আরও সময় দরকার। পাশাপাশি শেষ পাঁচ ম্যাচে চারটি হারের জেরে বেজায় চাপে রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। সমর্থকরা ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁর বিরুদ্ধে। ঘুরে দাঁড়াতে না পারলে ইনভেস্টর ঘনিষ্ঠ কোচের কপালে দুঃখ আছে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা