বিদেশ

বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড মহম্মদ ইউনুস, বিস্ফোরক দাবি হাসিনার

নিউইয়র্ক, ৩ ডিসেম্বর: ছাত্রনেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশে গণহত্যায় লিপ্ত হয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনিই বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড, এমনটাই দাবি করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকার নিউইয়র্কে আওয়ামি লিগের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেছেন, ‘আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে। কিন্তু সত্যিটা হল ছাত্রনেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন মহম্মদ ইউনুস নিজেই। এমনকী তারেক রহমান (বিএনপি নেত্রী খালেদা জিয়ার পুত্র) লন্ডন থেকে মদত দিতেন ও বলতেন এইভাবে গণহত্যা চালিয়ে গেলে এই আওয়ামি লিগের সরকার বেশিদিন টিকবে না।’ হাসিনা ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, ‘আজ পুলিস, শিক্ষক, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর হামলা চালানো হচ্ছে বাংলাদেশে। খুন পর্যন্ত করা হচ্ছে তাঁদের। একাধিক গির্জা ও মন্দিরে হামলা চালানো হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। বাংলাদেশে এখন কেন সংখ্যালঘুদের উপর হামলা চালানো হচ্ছে?’ তিনি আরও বলেন, ‘আমি গণহত্যা চাইনি। আমি যদি ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতাম, তাহলে গণহত্যা হতো। যখন নির্বিচারে মানুষ মারা চলছে, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আমার চলে যাওয়াই উচিত। আমার নিরাপত্তাকর্মীরা গুলি চালালে, গণভবনে অনেকে মারা যেতেন। আমি তা চাইনি।’ এই অনুষ্ঠানে দেশ ছেড়ে চলে আসার সময়ের কথা বলতে গিয়ে হাসিনা বিস্ফোরক দাবি করেন। তিনি বলেন, ‘আমার বাবার মতোই হত্যা করার ছক ছিল আমাকে। সশস্ত্র জনতা গণভবনে এসেছিল আমাকে হত্যা করতে। কিন্তু তখনও আমি নিরাপত্তা রক্ষীদের গুলি চালানোর নির্দেশ দিইনি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে চলতি বছরের গত ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা। তারপরই বিশেষ বিমানে ভারতে চলে আসেন মুজিবকন্যা। তার কিছুদিন বাদেই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করে। যার প্রধান উপদেষ্টা হন নোবেলজয়ী মহম্মদ ইউনুস।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা