বিদেশ

বিদায়বেলায় ছেলের ‘অপরাধ’ ক্ষমা করলেন বাইডেন

ওয়াশিংটন: হান্টার বাইডেনকে প্রেসিডেন্টের ক্ষমা প্রদর্শন নিয়ে মার্কিন মুলুকে  তীব্র বিতর্ক। আগামী জানুয়ারিতেই হোয়াইট হাউস ছাড়তে হবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। তার আগে সোমবার ছেলে হান্টারকে ক্ষমা প্রদর্শন সংক্রান্ত নির্দেশিকায় সই করেন তিনি। কর এবং অস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার। এমাসেই মামলায় সাজা ঘোষণার কথা। সূত্রের খবর, বন্দুক মামলায় ২৫ বছর এবং কর মামলায় ১৭ বছর হাজতবাস হতে পারতো হান্টারের। এই অবস্থায় ছেলেকে নিঃশর্ত ক্ষমা প্রদর্শন করে বিতর্কে জড়ালেন জো বাইডেন। বিদায়ী প্রেসিডেন্টের এই ধরণের ক্ষমা প্রদর্শন মার্কিন যুক্তরাষ্ট্রে এক কথায় নজিরবিহীন। 
রবিবার বাইডেনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আমার ছেলে হান্টারকে ক্ষমা প্রদর্শনের জন্য নির্দেশিকায় সই করলাম। এই ক্ষমা নিঃশর্ত।’ বিদায়বেলায় জো বাইডেনের এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। মাত্র কয়েকদিন আগেই তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হান্টারকে ক্ষমা প্রদর্শন করবেন না বলে জানিয়েছিলেন। 
মার্কিন নিয়ম অনুযায়ী, ক্ষমতায় আসার পর নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প চাইলেও এই সিদ্ধান্ত বদল করতে পারবেন না। বাইডেনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ট্রাম্প। তাঁর কথায় ‘সুবিচার পথভ্রষ্ট’ হল। 
সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘যেভাবে হান্টারকে ক্ষমা করা হল, জে-৬ হোস্টেজের ক্ষেত্রেও কী সেই অবস্থান নেবেন বাইডেন।’ উল্লেখ্য, ট্রাম্পের পরাজয় মেনে নিতে না পেরে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল তাঁর উগ্র সমর্থকরা। তাদেরই জে-৬ হোস্টেজ বলা হয়। তাদের বিচার চলছে আদালতে।   ফাইল চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা