বিদেশ

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে আশপাশের দেশ, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার

ঢাকা: বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস দাবি করেছিলেন, ‘নতুন’ বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত। কিন্তু ধারাবাহিকভাবে হিন্দুদের উপর নির্যাতন নিয়ে তীব্র নিন্দার মুখে পড়েছে পদ্মাপারের দেশ। এই পরিস্থিতি সমগ্র বিষয়টিকে ‘অপপ্রচার’ বলে তুলে ধরতে উঠেপড়ে লেগেছে বাংলাদেশ সরকার। এবার নাম না করে ভারতের সংবাদমাধ্যমের দিকে আঙুল তুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী। সোমবার রংপুরে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আশপাশের দেশের মিডিয়াগুলি বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ বাংলাদেশের সাংবাদিকদের সত্য ঘটনা প্রকাশ্যে এনে অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বানও জানান তিনি। এর আগে ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম দাবি করেছিলেন, বাংলাদেশে হিন্দুরা নিরাপদ। একটি স্তর থেকে অপপ্রচার চালানো হচ্ছে। যদিও ইউনুস সরকারের এই দাবিতে চিড়ে ভিজছে না। রাষ্ট্রদ্রোহের অভিযোগে ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবীর উপরও এবার হামলার ঘটনা ঘটল। ইসকনের মুখপাত্র রাধারমন দাস এক্স হ্যান্ডলে জানিয়েছেন, চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রমেন রায়ের বাড়িতে হামলা চলেছে। তাঁক বেধড়ক মারধরও করা হয়। তিনি এখন আইসিইউতে ভর্তি।  
এদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছে তত্ত্বাবধায়ক সরকার। তাদের দাবি, হাসিনা ক্ষমতায় থাকার সময় প্রত্যেক বছর গড়ে ১২ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। এই নিয়ে তদন্তের জন্য তত্ত্বাবধায়ক সরকার একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি রিপোর্ট জমা দিয়েছে। সেই প্রসঙ্গে এদিন মুখ্য উপদেষ্টা ইউনুস বলেন, ‘গণ অভ্যুত্থানের পর কোন অর্থনীতি আমরা হাতে পেয়েছি, তা এই রিপোর্টেই স্পষ্ট। ওরা কীভাবে টাকা লুট করেছে, তা জানার অধিকার সকলের রয়েছে।’ তাঁর বক্তব্য, ‘দুঃখের বিষয়, ওরা চোখের সামনেই এই টাকা লুট করেছে। কিন্তু এতে বাধা দেওয়ার ক্ষমতা আমাদের অনেকেরই ছিল না।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা