দেশ

সাতসকালে তেলেঙ্গানায় ভূমিকম্প! রিখটার স্কেলে মাত্রা ৫.৩

হায়দরাবাদ, ৪ ডিসেম্বর: সাতসকালেই কেঁপে উঠল তেলেঙ্গানার মাটি। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। তেলেঙ্গানার পাশাপাশি মৃদু কম্পন অনুভূত হয়েছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণ এবং এলুড়ু জেলাতেও। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই যা রক্ষে।  
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে এক্সে (সাবেক টুইটার) জানানো হয়েছে, আজ বুধবার সকাল ৭টা ২৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল তেলেঙ্গানার মুলুগু জেলার ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। হায়দরাবাদ, খামাম্মাম, মহাবুবাবাদ, নলগণ্ডা, ওয়ারাঙ্গল, হনুমাকণ্ডা, রঙ্গরেড্ডি সহ তেলেঙ্গানার একাধিক জেলায় কম্পন অনুভূত হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
উল্লেখ্য, ভূমিকম্পের প্রবণতা এবং তীব্রতা অনুযায়ী ভারতে চারটি জোন বা বিভাগ রয়েছে। এগুলিকে ‘সিসমিক জোন’ বলা হয়। এগুলি হল, জোন-২, জোন-৩, জোন-৪ এবং জোন-৫। এর মধ্যে জোন ৫ হল সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। অন্যদিকে, জোন-২ –এ ভূমিকম্পের প্রবণতা সবচেয়ে কম। আশ্চর্যের বিষয় এই যে তেলঙ্গানা জোন-২ এর আওতাতেই পড়ে অর্থাৎ কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অন্যদিকে, আনুমানিক, দেশের ১১ শতাংশ অঞ্চল জোন-৫ – এর মধ্যে, আনুমানিক ১৮ শতাংশ জোন-৪, আনুমানিক ৩০ শতাংশ জোন-৩ এবং অবশিষ্ট অঞ্চল জোন-২-এর মধ্যে পড়ে। 
18h 18m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা