দেশ

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসছেন ফড়নবিশই, শপথ আগামীকাল

মুম্বই, ৪ ডিসেম্বর: যাবতীয় জল্পনার অবসান। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশই। শিকে ছিঁড়ল না সিন্ধের। প্রত্যাশা মতই আজ বুধবার, ফড়নবিশের নামই চূড়ান্ত করল বিজেপি নেতৃত্ব। ফলে এই নিয়ে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিশ। আগামীকাল, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ মুম্বইয়ের আজাদ ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন তিনি।
গত প্রায় ১১ দিন ধরে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল। একদিকে একনাথ সিন্ধে ও অন্যদিকে দেবেন্দ্র ফড়নবিশের মধ্যে কে মুখ্যমন্ত্রী পদ লাভ করেন সে দিকেই নজর ছিল সকলের। অবশেষে আজ, বুধবার বিজেপি ও শরিক দলগুলো নিজেদের মধ্যে বৈঠকে বসে। সেই বৈঠকেই চূড়ান্ত হয় ফড়নবিশের নাম।
তবে, রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, দেবেন্দ্র ফড়নবিশই যে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তা কার্যত প্রত্যাশিতই ছিল। কারণ, বিজেপির পক্ষ থেকে বারবারেই মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম উঠে আসছিল। অন্যদিকে, শিবসেনার সিন্ধে গোষ্ঠী থেকে একনাথ সিন্ধের নাম উঠে এলেও তা মহাযুতিতে খুব বেশি গ্রাহ্য হয়নি। মঙ্গলবার বিকেলের পর থেকেই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদের চিত্রটা স্পষ্ট হয়ে উঠেছিল।
সূত্রের খবর, আগামীকাল উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন একনাথ। সেক্ষেত্রে আপাতত কোন্দল মিটলেও, আদৌ কি বিষয়টা পুরোপুরি মিটল, নাকি আগামী ৫ বছরের মধ্যে ফের কোনও নাটকীয় পালাবদল দেখবে মহারাষ্ট্র ? এই নিয়ে চর্চা তুঙ্গে।
18h 18m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা