বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

নর্থইস্টের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় মোহন বাগান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলেদাইন আজারে আর জিতিন এমএস। নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে মোহন বাগান শিবিরে তাঁদের নিয়ে জোর চর্চা। মরক্কান ফুটবলার আলেদাইন এখনও শীর্ষ গোলদাতা। নামের পাশে ১১টি লক্ষ্যভেদ। অন্যদিকে অ্যাসিস্টের তালিকায় প্রথম ছয়ের মধ্যে রয়েছেন জিতিন। গ্রেগ স্টুয়ার্টের হাফ ডজন অ্যাসিস্টের চেয়ে একধাপ পিছিয়ে কেরালাইট ফুটবলার। গতির কারণে প্রায় সব দলের সমীহ আদায় করে নিয়েছেন তিনি। অ্যাওয়ে ম্যাচে এই দুই ফুটবলার জায়গা পেলে বিপজ্জনক হতে পারেন। তা মাথায় রেখেই হোসে মোলিনা বেশ সতর্ক। কার্ড সমস্যায় শুভাশিস বসু আর আলবার্তো রডরিগেজকে পাচ্ছেন না স্প্যানিশ কোচ। ঘাটতি মেটাতে অস্বস্তিতে থিঙ্কট্যাঙ্ক। আলবার্তো আর আলড্রেড জুটি বাঁধার পর সবুজ-মেরুন রক্ষণ অনেক জমাট। কিন্তু আলবার্তোর অনুপস্থিতিতে আলড্রেডের কঠিন পরীক্ষা। উতরে দিতে পারলে নিজের পায়ের নীচের জমিও শক্ত করে ফেলবেন ইংল্যান্ডের এই ফুটবলার। মনে রাখা উচিত, ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন নুনো রেইস।
চলতি মরশুমে এই দুই দলের দু’বারের সাক্ষাৎ এখনও ১-১। ডুরান্ড কাপ ফাইনালে ০-২ গোলে পিছিয়ে থেকেও টাই-ব্রেকারে ম্যাচ জেতে পেড্রো বেনালির দল। আইএসএলে বদলার ম্যাচে ৩-২ ব্যবধানে ম্যাচ পকেটে পোরেন কামিংসরা। ফের হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রতীক্ষায় গুয়াহাটি। গুরুত্বপূর্ণ ম্যাচে আক্রমণাত্মক ফুটবল থেকে সরতে নারাজ মোলিনা। স্টুয়ার্ট, পেত্রাতোস, ম্যাকলারেন, কামিংসের সোনালি চতুর্ভুজ আইএসএলের সেরা। এঁদের মধ্যেই তিনজনকে খেলানো হবে। নর্থইস্ট রক্ষণও মোটেও পোক্ত নয়। ১০ ম্যাচে ১৬ গোল হজম করেছে তারা। শুধু তাই নয়, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে লাল কার্ড দেখায় কামিংসদের বিরুদ্ধে নেই মহম্মদ আলি। দলের সেরা ব্লকারের ঘাটতি মোটানো বেনালির বড় চ্যালেঞ্জ। মাঝমাঠ দখল করে প্রতিপক্ষের দুর্গে ধাক্কা দিতে মরিয়া হোসে মোলিনা। তাঁর হাতে লিস্টন, মনবীরের মতো দেশের সেরা উইং-হাফ রয়েছেন। ফর্মে থাকলে বিপক্ষ উইং-ব্যাকদের তুর্কি নাচন নাচাতে পারেন। বিশেষজ্ঞদের ধারণা, আক্রমণাত্মক ফুটবলের ঝড় উঠতে পারে এই ম্যাচে। এমনকী, একাধিক লক্ষ্যভেদের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা