বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

কোহলি-রোহিতদের ঘিরে উন্মাদনা তুঙ্গে

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখার পর চরম গোপনীয়তা অবলম্বন করেছিল টিম ইন্ডিয়া। পারথে প্রথম কয়েকদিন প্র্যাকটিস দেখার উপর জারি হয়েছিল অঘোষিত নিষেধাজ্ঞা। কালো কাপড়ে মুড়ে ফেলা হয় গোটা মাঠ। প্রিয় ক্রিকেটারদের অনুশীলন দেখতে না পেয়ে হতাশ হয়েছিলেন সমর্থকরা। কেউ কেউ চড়ে বসেছিলেন গাছের মগডালে। অ্যাডিলেড ওভালে অবশ্য ভিন্ন চিত্র। ফুরফুরে মেজাজে ভারতীয় ক্রিকেটাররা। মঙ্গলবার টিম ইন্ডিয়ার প্রথম অনুশীলন দেখার জন্য দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। আসলে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর ঘিরে বরাবরই প্রবাসীদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। এবারও তার অন্যথা হয়নি। বিশেষ করে বিরাট কোহলিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। তিনি ড্রেসিং-রুম থেকে বেরতেই ক্রিকেট জনতার গর্জন শুরু হয়। পাশাপাশি রোহিত শর্মা, ঋষভ পন্থকেও ভালোবাসায় ভরিয়ে দেন দর্শকরা। 
পারথ টেস্ট জেতার পর গুমোট ভাব উধাও ভারতীয় শিবিরে। ক্রিকেটাররা অনেকটাই চাপমুক্ত। কোচ গৌতম গম্ভীরও দেশ থেকে মুক্ত বাতাস নিয়ে শিবিরে ফিরেছেন। ৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। খেলা হবে গোলাপি বলে দিন-রাতে। এই ম্যাচে থাকবে বাড়তি চ্যালেঞ্জ। আর তা মোকাবিলার জন্য নিজেদের ঝালিয়ে নিলেন রোহিত, ঋষভরা। প্রায় চার ঘণ্টার নেট সেশন চলল অ্যাডিলেডে। চারটি নেটে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাট করলেন কোহলি, গিলরা। কখনও আকাশ দীপ, নবদীপ সাইনিদের পেসের বিরুদ্ধে। কখনও থ্রো ডাউনেও মহড়া সারলেন ঋষভরা। প্রথম নেটে যখন ব্যাট করছিলেন যশস্বী ও লোকেশ রাহুল, তখন পাশের নেটে ঝড় তুলছিলেন কোহলি ও ঋষভ। দীর্ঘ খরা কাটিয়ে কোহলির ব্যাটে শতরান এসেছে পারথে। স্বাভাবিকভাবেই চনমনে ভিকে। তাছাড়া অ্যাডিলেড ওভাল তাঁর অন্যতম প্রিয় মাঠ। এখানে তাঁর ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। ৬৩.৬২ গড়ে এই মাঠে তিনি করেছেন ৫০৯ রান। তিনটি সেঞ্চুরির পাশাপাশি একটি হাফ-সেঞ্চুরিও রয়েছে ঝুলিতে। রেকর্ড বুককে তিনি নিশ্চয়ই আরও উজ্জ্বল করার চেষ্টা করবেন।
পারথে কোহলি ভেঙেছিলেন একাধিক রেকর্ড। এবার ক্যাঙারুর দেশে ডনের অনন্য নজির ছোঁয়ার হাতছানি বিরাটের সামনে। কোনও একটি দেশে সব ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরি (১১টি) ৭৬ বছর ধরে ব্র্যাডম্যানের দখলে। তিনি এই কীর্তি গড়েছিলেন ইংল্যান্ডে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট এবং ওয়ান ডে মিলিয়ে কোহলি ১০টি শতরান পূর্ণ করেছেন। চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে আর একটি শতরান করলেই স্পর্শ করবেন ডনকে। আর সেটা অসম্ভব নয় বলেই ধারণা ক্রিকেট মহলের। 
অ্যাডিলেডে ভারতীয় দলের প্রথম দিনের অনুশীলনে গোলাপি বলের টেস্টের ব্যাটিং অর্ডারের কিছুটা আভাস পাওয়া গেল। সব কিছু ঠিক থাকলে যশস্বী ও রাহুলই ওপেন করবেন। একই নেটে তাঁরা ব্যাট করেছেন। তিনে গিল ও চারে কোহলির জায়গাও পাকা লেগেছে। ঋষভ পন্থের সঙ্গে ব্যাট করেছেন রোহিত। তাহলে কি মিডল অর্ডারে নামবেন ভারত অধিনায়ক? জল্পনা তুঙ্গে। 
এদিকে, সিরিজে সমতা ফেরাতে মরিয়া অস্ট্রেলিয়া। কামিন্স বাহিনীও গোলাপি টেস্টের প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না। দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার দুই সফল ব্যাটসম্যান লাবুশানে ও স্মিথ। তবে তাঁরা ছন্দে নেই। তার উপর মঙ্গলবার নেটে হাল্কা চোট পান লাবুশানে। পরে অবশ্য তিনি ব্যাট করেন।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা