খেলা

লাল বলে বুমরাহকে খেলার গল্প নাতি-নাতনিকে শোনাবেন ট্রাভিস

অ্যাডিলেড: আতঙ্কের নাম যশপ্রীত বুমরাহ! ঘরের মাঠেও অস্ট্রেলিয়া শিবিরকে রীতিমতো টেনশনে দেখাচ্ছে বুমবুমের কারণে। পারথে আট উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন ৩০ বছর বয়সি। এই মুহূর্তে তাঁকেই বিশ্বের সেরা পেসার বলা হচেছ। শুক্রবার জন্মদিনেই বুমরাহ নামছেন গোলাপি বলের টেস্টে। তার আগে অজি মিডল অর্ডার ব্যাটার ট্রাভিস হেডের গলায় সমীহের সুর, ‘ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ফাস্ট বোলারের তালিকায় বুমরাহ থাকবে। ওকে সামলানো যে কী চ্যালেঞ্জের, তা তো বোঝাই যাচ্ছে। কেরিয়ারের শেষে এটা নাতি-নাতনিদের কাছে গল্প করে শোনানোর মতো যে বুমরাহকে খেলেছি। আশা করি, আরও কয়েকবার ওর বিরুদ্ধে লড়াইয়ে নামব। তবে এটা মানতেই হবে যে, কাজটা মোটেও সহজ নয়।’
পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন হেড। কিন্তু তাঁকে সেঞ্চুরির দোরগোড়া থেকে ফেরান বুমরাহই। অপ্টাস স্টেডিয়ামে আর কোনও অজি ব্যাটসম্যান অবশ্য পঞ্চাশ পেরতেও পারেননি। হেড বলেন, ‘ও বোলার হিসেবে একেবারেই অনন্য। প্রত্যেকে ব্যাটারই নিজের মতো করে ওকে সামলানোর স্ট্র্যাটেজি নেবে। দ্বিতীয় টেস্টের আগে আমরা এটা নিয়ে বিশেষভাবে আলোচনাতেও বসব।’ দলে বিভেদের জল্পনা উড়িয়ে দিয়েছেন হেড। একইসঙ্গে বলেছেন, ‘অতীতেও আমরা চাপে পড়েছি। সেখান থেকে ফিরেও এসেছি। আরও চারটে টেস্ট বাকি রয়েছে। আর এমন পরিস্থিতি থেকে কীভাবে বেরতে হয় তা আমাদের জানা।’
বুমরাহর মধ্যে আবার আগামীর নেতা চোখে পড়েছে চেতেশ্বর পূজারার। পারথে রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতের ২৯৫ রানে জয়ের অন্যতম কারিগর গুজরাতের পেসার। পূজির মতে, ‘কোনও সন্দেহ নেই, ভবিষ্যতে দীর্ঘকালীন ভিত্তিতে অধিনায়ক হওয়ার মশলা বুহরাহর মধ্যে রয়েছে। দেশে কঠিন একটা সিরিজের পর অস্ট্রেলিয়ায় প্রতিকূল পরিস্থিতির মধ্যে ও তা দেখিয়েছে। সিরিজের প্রথম টেস্টেই এভাবে জয় তারিফযোগ্য। আমার মনে হয় নেতা হিসেবে ও সফল হতেই পারে। আর বুমরাহ বরাবরই টিমম্যান। কখনই নিজের কথা বলতে চায় না। দল সম্পর্কে, অন্য ক্রিকেটারদের সম্পর্কে বলে চলে ও।’ 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা