দেশ

উদ্বেগজনকভাবে কমল কর্পোরেট কর আদায়

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি কমছে না। বেকারত্বের হার একই রয়ে যাচ্ছে। জিডিপি বৃদ্ধির হার চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে কমতে কমতে নেমে এসেছে সাড়ে ৫ শতাংশেরও নীচে। এমন অবস্থায় শিল্পমহলের অবস্থাও যে ইতিবাচক নয় সেই আভাস পাওয়া গেল। দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধিহার কমে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল কর্পোরেট কর কমে যাওয়া। জানা গিয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় যে কর্পোরেট ট্যাক্স আদায় করা হয়েছিল, চলতি আর্থিক বছরে উল্লিখিত সময়ে সেই অঙ্ক অনেকটা কম। এমনকী প্রথম ত্রৈমাসিকের থেকেও কম।
২০২২ সালের তৃতীয় ত্রৈমাসিকে শেষবার হঠাৎ করে কমেছিল কর্পোরেট কর আদায়। সেবার ছিল ০.৭ শতাংশ কম। কিন্তু এবার ৮ শতাংশ কম। মোট ৩ হাজার ৫১৫টি সংস্থার প্রদেয় কর্পোরেট ট্যাক্সের রিপোর্ট থেকে জানা যাচ্ছে এক বছর আগে এই সময়সীমায় যা ছিল ১ লক্ষ ১৮ হাজার কোটি টাকা। সেটা হয়েছে ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। প্রকৃত আদায় আরও অনেক কম। কারণ  এই ৩ হাজার ৫১৫ সংস্থার প্রদান করা কর্পোরেট ট্যাক্সকে একটি প্রবণতা হিসেবে ধরা হচ্ছে। সবথেকে বিস্ময়কর তথ্য হল, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়সীমায় কর্পোরেট ট্যাক্স বৃদ্ধিহার ছিল ২৬ শতাংশ। যা বিগত বছরের প্রথম ত্রৈমাসিকের তুলনায় ৪৫ শতাংশ বেশি। অথচ ঠিক পরের ত্রৈমাসিকেই এতটা কমে গেল কেন তার কোনও সদুত্তর নেই। 
বিশেষজ্ঞদের মতে, উৎপাদন শিল্প বৃদ্ধি হার তলানিতে। ব্যাঙ্কে সঞ্চয় হার কমে চলেছে উদ্বেগজনকভাবে। গ্রামীণ এবং শহুরে বাজারে আর্থিক লেনদেন কমে গিয়েছে। এই সবকিছুর যোগফল কর্পোরেটের বাণিজ্য শ্লথগতির হয়েছে। আর সেই কারণেই তাদের আয় কমেছে। সরকারের ট্যাক্স বাবদ আয়ও কমেছে। 
18h 18m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা