রাজ্য

শিক্ষাক্ষেত্রেও বঞ্চনার কোপে বাংলা ৩২৮৮ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ থেকে বঞ্চিত রেখে কেন্দ্রের মোদি সরকার বাংলাকে ভাতে মারার চক্রান্ত করছে বলে অভিযোগ। এবার জানা গেল, শিক্ষাক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কেন্দ্রীয় বঞ্চনার শিকার। চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশনের এক টাকাও রাজ্যকে দেওয়া হয়নি বলে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিগত তিনটি অর্থবর্ষে এই খাতে বরাদ্দ ক্রমাগত কমাচ্ছিল কেন্দ্র। চলতি বছরে এই খাতে কোনও টাকাই দেওয়া হয়নি। তিনি জানান, এ বছরের ১৭৪৫.৮০ কোটি টাকা সহ এই খাতে রাজ্যের মোট ৩২৮৮ কোটি কেন্দ্র আটকে রেখেছে। 
একটি স্কুলবাড়ির মেরামতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি নয়, অনেক স্কুলেই মেরামতির প্রয়োজন আছে। রাজ্য সরকারের যা যা করণীয়, সব করা হচ্ছে। পড়ুয়াদের জন্য একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য। কিন্তু কেন্দ্র চলতি অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশনের এক টাকাও দেয়নি। রাজ্যের ন্যায্য প্রাপ্য অবিলম্বে ছেড়ে দেওয়া উচিত।’ বিরোধী দলের বিধায়কদেরও তিনি এ ব্যপারে কেন্দ্রকে আবেদন জানানোর জন্য অনুরোধ করেন। বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে একটি প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায়। তারপর এদিন ব্রাত্যবাবুর শিক্ষাক্ষেত্রে রাজ্যকে বঞ্চনার অভিযোগ রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 
রাজ্য থেকে কতজন বিদেশে পড়তে যাচ্ছে, তা জানতে একটি সমীক্ষা করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন ব্রাত্য বসু। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি তাদের নজরে রয়েছে। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা কাউন্সিলকে এ বিষয়ে একটি সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তা শেষ হলেই এ সংক্রান্ত তথ্য জানা যাবে। রাজ্য সরকারের তরফে সমস্ত তথ্য ‘বাংলার শিক্ষা’ পোর্টালে দিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা