কলকাতা

বাবার সামনেই চলন্ত ট্রেন থেকে মরণঝাঁপ তরুণী চিকিৎসকের

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাবা’র সঙ্গে চেম্বারে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে আচমকাই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন তরুণী চিকিৎসক। শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশন পার করার পর অসহায় ডাক্তার পিতার সামনে এ ঘটনা ঘটনা ঘটলেও, ধাবমান ট্রেন থেকে মেয়ের মরণঝাঁপই শুধু প্রত্যক্ষ করতে হয়েছে তাঁকে। সম্বিত ফেরার পর মল্লিকপুর স্টেশনে নেমে সহযাত্রী ও রেল আধিকারিকদের সহযোগিতায় প্রিয় কন্যার খোঁজখবর যখন শুরু করছেন, ততক্ষণে সব শেষ! সোনারপুর জিআরপি তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করে এনআরএস হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর এদিনই ওই তরুণী চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রেল পুলিস জানিয়েছে, আত্মঘাতী চিকিৎসকের নাম ডাঃ সঙ্গীতা পাল (৩৫), জেনারেল ফিজিশিয়ান। তাঁর বাবা ডাঃ অলোক পাল একজন শিশু বিশেষজ্ঞ। তাঁদের বাড়ি ই এম বাইপাস সংলগ্ন আনন্দপুরের মাদুরদহ এলাকায়। পুলিস জানিয়েছে, গত ১৫ বছরের বেশি সময় ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ডাঃ সঙ্গীতা। যা জটিল মানসিক সমস্যায় পরিণত হয়। তাঁর চিকিৎসা চলছিল এবং বিস্তর ওষুধপত্র খেতে হতো তাঁকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মেয়ের এহেন সমস্যার কারণেই তাঁর বিয়েও দেওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে পাল পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এদিন সন্ধ্যায় বিষয়টি নিয়ে ডাঃ অশোক পালের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে জানা যায়, তিনি মেয়ের দাহকাজে ব্যস্ত! 
পুলিস জানিয়েছে, গত ২০০৯ সাল থেকে মানসিক সমস্যায় ভুগছেন সঙ্গীতাদেবী। এই পর্বেই তিনি গত ২০১৯ এমবিবিএস উত্তীর্ণ হওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর পান। একাকীত্বে যাতে সমস্যায় না ভোগে প্রিয় কন্যা, বাবা ডাঃ অলোক পাল প্রতিদিন মেয়েকে সঙ্গে নিয়ে ডায়মন্ডহারবারের নিউটাউন এলাকার চেম্বারে যেতেন। সেখানে রোগী দেখাও শুরু করেছিলেন সঙ্গীতাদেবী। তবে একইসঙ্গে তাঁর মানসিক সমস্যায় বাড়তে থাকে। প্রতিবেশীরা জানিয়েছেন, সেই সমস্যার জেরেই কিছুদিন আগে মাদুরদহের বাড়িতে নিজেকে একটি ঘরে বন্দি করে নিয়ে দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের দুশ্চিন্তা বাড়িয়েছিলেন। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। পুলিস গিয়ে তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করলেও, উল্টে ‘১০০ ডায়ালে অভিযোগ জানাব’ হুমকি মেলায় বাধ্য হয়ে ফিরে আসতে হয় উর্দিধারীদের। 
রেল পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ গড়িয়া স্টেশন থেকে ট্রেনে চেপেছিলেন চিকিৎসক পিতা-পুত্রী। ফাঁকা ট্রেনে সিটে বসেছিলেন দু’জনেই। এরপর সহযাত্রীদের সঙ্গে গল্পগুজবে ব্যস্ত হয়ে পড়েন ডাঃ অলোক পাল। সুভাষগ্রাম ছেড়ে ট্রেন তখন মল্লিকপুরের পথে। সেই ফাঁকেই আসন ছেড়ে কামরার গেটের সামনে চলে যান ডাঃ সঙ্গীতা। নজরে আসা মাত্রই মেয়েকে ডাকতে যান ডাঃ পাল। ততক্ষণে সব শেষ!
18h 18m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা