বিনোদন

অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বিক্রান্ত ম্যাসির, হতভম্ব অনুরাগীরা

মুম্বই, ২ ডিসেম্বর: আচমকাই অভিনয় ছাড়ার ঘোষণা ‘টুয়েলথ ফেল’ খ্যাত বিক্রান্ত ম্যাসির। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি নিজেই। একের পর এক দুর্দান্ত হিট, হাতেও রয়েছে একাধিক কাজ। বর্তমানে ‘ইয়ার জিগরি’ এবং ‘আখোঁ কি গুস্তাখিয়াঁ’ ২টি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন তিনি। তাহলে মাত্র ৩৭ বছরেই এই সিদ্ধান্ত কেন? অভিনেতা সামাজিক মাধ্যমে লিখেছেন, আগামী বছর বড় পর্দায় শেষ এক বার দর্শকদের সঙ্গে তাঁর দেখা হবে। যত দিন না আবার সঠিক সময় আসছে। পাশাপাশি পোস্টে লেখেন, গত কয়েক বছর দুর্দান্ত কেটেছে। আপনাদের সকলের সমর্থনের জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি এবার বুঝতে পারছি যে সব কিছুর পাশাপাশি পরিবারকেও সময় দেওয়া প্রয়োজন। একজন স্বামী-বাবা-ছেলে হিসেবে এটা কর্তব্য। অবশ্যই একজন অভিনেতা হিসেবেও। শেষ দুটি ছবি এবং এত বছরের স্মৃতি রয়েছে। সকলকে আবারও ধন্যবাদ। সমস্ত কিছুর জন্য। শেষে লেখেন চিরকালের জন্য ঋণী। এই পোস্ট দেখার পরই স্বাভাবিকভাবে হতভম্ব এবং অবাক তাঁর অনুরাগী। অনেকে আবার এই ঘটনাটিকে বিশ্বাস করতে পারছেন না। এর নেপথ্যে কোনও চমক রয়েছে বলেও অনেকের ধারণা। অভিনেতার পোস্টের পরই অনেকেই প্রশ্ন তোলেন এই সিদ্ধান্ত কেন? সম্প্রতি মুক্তি পাওয়া ‘দ্য সবরমতী রিপোর্ট’-ছবির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে প্রশংসা পেয়েছেন তিনি। বিজেপি শাসিত একাধিক রাজ্যের শীর্ষস্থানীয় নেতা-নেত্রীরা এই সিনেমাটি দেখেছেন এবং দেখার জন্য সকলকে অনুরোধও করেছেন। ইতিমধ্যেই এই ছবিকে একাধিক রাজ্যে করমুক্তও করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ছবিটি গোধরা কাণ্ডের উপর তৈরি করা হয়েছে। পাশাপাশি বিধু বিনোদ চোপড়ার ‘টুয়েলথ ফেল’ ছবির জন্যও দর্শকদের ভূষসী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ওটিটি থেকে বড় পর্দা অভিনয়ের জোরে সকলেরই মন জয় করেছেন তিনি। ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘মেড ইন হেভেন’, ‘ব্রোকেন বাট বিউটিফুল’, ‘মির্জাপুর’, ‘১৪ ফেরে’, ‘ডেথ ইন গঞ্জ’, ‘ফরেন্সিক’, ‘লাভ হোস্টেল’, ‘গ্যাস লাইট’, ‘হাসিন দিলরুবা’, ‘ফির আই হাসিন দিলরুবা’ এবং ‘সেক্টর ৩৬’। 
13h 13m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো রোগের আকস্মিক বৃদ্ধিতে ভুগতে হতে পারে। অর্থাগমের ক্ষেত্রটি কমবেশি শুভ। জরুরি কাজ করার ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা