বিনোদন

চলচ্চিত্র উৎসবের ঢাকে কাঠি, শহরে আসছেন বিদ্যা বালন, আর বাল্কি

দামামা বেজে গেল ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ধন ধান্য প্রেক্ষাগৃহে ৪ ডিসেম্বর বিকেলে উদ্বোধন হবে চলচ্চিত্র উৎসবের। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। সেদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। সারা পৃথিবীজুড়ে প্রায় আড়াই হাজার ছবি জমা পড়েছিল এবার। সেখান থেকে বাছাই করা ১৭৫টি ছবি দেখানো হবে। এবারের উৎসবে অংশ নিতে আসছেন অভিনেত্রী বিদ্যা বালন, চলচ্চিত্র পরিচালক আর বাল্কি সহ আরও অনেকে। উৎসবের থিম সং লিখেছেন ও গেয়েছেন নচিকেতা। গানের ভাবনায় ও সৃজনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
শুক্রবার রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে সাংবাদিক সম্মেলনে উন্মোচিত হয় উৎসবের লোগো, থিম সং। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বিরবাহা হাঁসদা, উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ, তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিব শান্তনু বসু, অলিয়াস ফ্রাঁসো ডিরেক্টর নিকোলা ফাসিনো ও অভিনেতা অর্জুন চক্রবর্তী। অরূপ বিশ্বাস বলেন, ‘২৪৫৯টি ফিল্ম থেকে বাছাই করা হয়েছে ১৭৫টি ছবিকে। প্রতিযোগিতা বিভাগে রয়েছে ৪২টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি, ৩০টি ছোট ছবি ও তথ্যচিত্র।’ এছাড়াও ১০৩টি ছবি প্রদর্শিত হবে। মোট ২৯টি দেশের ছবি শহরজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে দেখানো হবে। এদিন উন্মোচিত হয় রয়াল বেঙ্গল টাইগার ট্রফি। 
এই বছর শতবর্ষ ট্রিবিউট জানানো হচ্ছে ১১জন শিল্পীকে। তার মধ্যে রয়েছেন তপন সিনহা, হরিসাধন দাশগুপ্ত, অরুন্ধতী দেবী, মহম্মদ রফি, তালাত মাহমুদ, মার্লন ব্র্যান্ডো, মদন মোহন প্রমুখ। এছাড়াও বিশেষ ট্রিবিউট দেওয়া হচ্ছে কুমার সাহানি, অনুপ কুমার মুখোপাধ্যায়, গৌতম হালদার, মনোজ মিত্র, উৎপলেন্দু চক্রবর্তী প্রমুখকে। চেয়ারম্যান গৌতম ঘোষ বলেন, ‘উৎপলেন্দু চক্রবর্তীর ‘চোখ’ ছবিটি আসল ৩৫ এমএম প্রজেকশনে রাধা স্টুডিওতে দেখানো হবে। গৌতম ঘোষের ‘পরিক্রমা’ নামের একটি ছবিও দেখানো হবে উৎসবে।’ গৌতম হালদারের ‘ভালো থেকো’, মনোজ মিত্র অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’ দেখানো হবে। 
চলতি বছর ফোকাস কান্ট্রি ফ্রান্স। সেই দেশের ২১টি ছবিও দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। এছাড়াও প্রতিদিন থাকবে সিনে আড্ডা, সেমিনার। ৬ ডিসেম্বর সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার দেবেন চলচ্চিত্র পরিচালক আর বাল্কি। সেদিনই শিশির মঞ্চে হাজির থাকবেন বিদ্যা বালন। মারাঠি থিয়েটার পরিচালক জব্বর প্যাটেলও উপস্থিত থাকবেন। চলচ্চিত্র উৎসবের এই ৩০ বছরের পথচলা নিয়ে একটি প্রদর্শনী থাকবে নন্দন ফয়ারে। পাশাপাশি বিলুপ্ত প্রায় ভাষার ৬টি ছবিও দেখানো হবে। 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা