বিনোদন

শুরু হয়ে গেল নাগার্জুন পুত্র নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার প্রাক বিবাহের অনুষ্ঠান

হায়দরাবাদ, ২৯ নভেম্বর: বডিউডে ফের বেজে উঠল বিয়ের সানাই। তবে এটা অভিনেতা নাগা চৈতন্য ও অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রাক বিবাহের অনুষ্ঠান। আজ, শুক্রবার দুই তারকা জুটির গায়ে হলুদের আসর বসেছিল হায়দরাবাদে। তারই কিছু  ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, হাতে গোনা কয়েকজন বন্ধুবান্ধব ও আত্মীয়দের মাঝে গায়ে হলুদের আচার-নিয়ম পালন করছেন অভিনেত্রী শোভিতা। গায়ে হলুদের জন্য দুটি আলাদা আলাদা পোশাকও পরেছেন তিনি। কয়েকটি ছবিতে যেমন দেখা গিয়েছে হলুদ রঙের একটি পোশাকে সজ্জিত শোভিতাকে, তেমনই আবার কয়েকটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে লাল রঙের উজ্জ্বল শাড়ি পরিহিত অবস্থায় নাগা চৈতন্যের সঙ্গে বসে থাকতে। অন্যদিকে, কম যান না নাগাও। তাঁর পরনে ছিল ঘিয়ে রঙের কুর্তা।
চলতি বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে চারহাত এক হবে শোভিতা ও নাগা চৈতন্যের।  ২০২২ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন এই তারকা দম্পতি।  সামান্থা প্রভুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই নাগার্জুন পুত্রের নতুন প্রেমের খবর সামনে আসে। যদিও সে সময় তাতে সিলমোহর দেননি তিনি। আর শোভিতাও গোটা বিষয়টি এড়িয়ে যেতেন।  তবে পরবর্তীতে শোভিতার সঙ্গে প্রেমের কথা নিজের মুখেই স্বীকার করে নেন নাগা। এরপরই চলতি বছরের ৮ আগস্ট হায়দরাবাদেদুই তারকার বাগদান হয়।
কিন্তু বিয়ে কবে? এ নিয়ে জল্পনার অন্ত ছিলনা বলি অন্দরে। হঠাৎই শোনা যায় বিয়ের বিষয়টি নাকি গোপন রাখছেন নাগা। একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে নাকি ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে তাঁদের। আর সেই প্ল্যাটফর্মেই নাগা-শোভিতার বিয়ে সংক্রান্ত ছবি বা ভিডিও প্রথম দেখানো হবে। তাই মিডিয়াকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়নি। যদিও সেই খবর সঠিক নয় বলেই জানিয়েছে দিয়েছেন তারকা দম্পতি।
9d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা