বিনোদন

মহিলাকে যৌন হেনস্তা, বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

মুম্বই, ৩০ নভেম্বর: মহিলাকে যৌন হেনস্তার অভিযোগ বলিউড অভিনেতা শারদ কাপুরের বিরুদ্ধে। পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই ৩২ বছর বয়সী ওই মহিলা অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার সঙ্গে পরিচয় হয় ‘জোশ’ খ্যাত অভিনেতা শারদের। তাঁদের নাকি ভিডিও কলে একাধিকবার কথাবার্তাও হয়েছে। এরপর সিনেমায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজের অফিসে ডাকেন। শেয়ার করেন লোকেশনও। সেখানে গিয়ে ওই মহিলা দেখেন সেটি আদতেই কোনও অফিস নয় বরং ওই অভিনেতারই বাড়ি। এরপর কলিং বেল বাজানোর পর এক ব্যক্তি এসে দরজা খুলে দেন। তাঁকে নিয়ে যান ওই অভিনেতার বেডরুমে। অভিযোগ, সেখানেই তাঁর সঙ্গে অভব্য আচরণ এবং জোর করে অশ্লীলভাবে গায়ে হাত দেন অভিযুক্ত শারদ। সেখান থেকে কোনওরকমে তড়িঘড়ি বেরিয়ে যান ওই মহিলা। এরপর ওইদিনই বিকেলে হোয়াটস অ্যাপে তাঁকে আপত্তিকর কয়েকটি মেসেজ করেন অভিনেতা। পুরো ঘটনাটি ওই মহিলা তাঁর এক বন্ধুকে জানান। তিনিই তাঁকে পুলিসে পুরো বিষয়টি জানানোর পরামর্শ দেন। এরপর মুম্বইয়ের খার থানায় ওই মহিলা অভিযুক্ত শারদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির ৭৪, ৭৫ ও ৭৯ নম্বর ধারায় অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে অভিনেতার তরফ থেকে কোনওরকম বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, ‘জোশ’ ‘এলওসি কার্গিল’, ‘লক্ষ্য’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন শারদ। বলিউডে অভিনেতা হিসেবে, মূল খল চরিত্রে অভিনয়ের জন্য ভালই নাম-ডাক রয়েছে তাঁর।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা