বিনোদন

খুনের অপরাধে গ্রেপ্তার ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া

নিউইয়র্ক, ৩ ডিসেম্বর: প্রাক্তন প্রেমিক ও তাঁর সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেপ্তার ‘রকস্টার’ খ্যাত অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া। আজ, মঙ্গলবার এমনটাই জানা গিয়েছে। নিউইয়র্কের কুইনস শহরের পুলিস গ্রেপ্তার করেছে তাঁকে। গত নভেম্বর মাসের ২ তারিখে প্রাক্তন প্রেমিক এডওয়ার্ড জ্যাকবসের বাড়ির গ্যারেজে আগুন লাগিয়ে দেন নার্গিসের বোন। সেই সময়ে ওই বাড়ির দোতলায় ঘুমাচ্ছিলেন এডওয়ার্ড। গ্যারেজে দাহ্য পদার্থ থাকার জন্য সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দোতলায়। সেই অগ্নিকাণ্ড দেখেই এডওয়ার্ডকে বাঁচাতে দোতলায় যান তাঁর সঙ্গী। কিন্তু আগুনের গ্রাস থেকে দু’জনেই রেহাই পাননি। অতিরিক্ত কালো ধোঁয়ায় শ্বাসরুদ্ধ এবং অগ্নিদগ্ধ হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় এডওয়ার্ড ও তাঁর সঙ্গীর। এমনটাই জানিয়েছে পুলিস। তদন্ত শুরু হয়। এক প্রত্যক্ষদর্শী জানান, গত ২ নভেম্বর সকালে আলিয়া এডওয়ার্ডদের গ্যারেজের সামনে গিয়ে চিৎকার করে বলেন, ‘তোমরা সবাই আজ মরবে।’ সেই প্রত্যক্ষদর্শীর বয়ানের উপর ভিত্তি করেই পুলিস গ্রেপ্তার করেছে নার্গিসের বোনকে। সূত্রের খবর, আলিয়া ফাকরির বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ যাবজ্জীবনের কারাদণ্ড হতে পারে তাঁর। যদিও সূত্রের খবর, নিজের বোনের সঙ্গে দীর্ঘ ২০ বছর ধরেই কোনও যোগাযোগ নেই নার্গিস ফাকরির।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা