দেশ

মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা, সরলেন দেশের প্রধান বিচারপতি

নয়াদিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আইনি মহলে। এতদিন বিচারপতি খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। গতমাসেই দেশের ৫১তম প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন বিচারপতি খান্না। এদিন তিনি বলেন, ‘এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। শীতকালীন অবকাশ শেষ হলে অন্য কোনও বেঞ্চে এই মামলার শুনানি হবে।’ এই সময়ের মধ্যে মামলা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে মতামত জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। 
গত বছর ডিসেম্বরেই মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ সংক্রান্ত ১৯৯১ সালের আইন সংশোধন করা হয়। তাতে এই সংক্রান্ত নিয়োগের প্যানেল থেকে বাদ দেওয়া হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। আইনের ৭ ধারায় বলা হয়, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের বেছে নেবে কেন্দ্রীয় আইনমন্ত্রীর নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল। তাদের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করবেন রাষ্ট্রপতি। এই প্যানেলের সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং লোকসভার বিরোধী দলনেতাকে। আর ৮ নম্বর ধারায় বলা হয়েছে, প্যানেলের সদস্যরা প্রয়োজনে নিয়োগের নিয়ম পরিবর্তন করতে পারবেন। এমনকী চাইলে সার্চ কমিটির বেছে দেওয়া নামের বাইরেও কাউকে নিয়োগ করতে পারবেন। 
এই ৭ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। এছাড়াও মামলা করে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস (এডিআর), পিইউসিএল এবং লোক পাহারি নামে তিনটি সংস্থা।  লোকসভা নির্বাচনের আগে এই আইনের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছিল বিচারপতি খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ। 
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা