কলকাতা

আর জি কর: জেল হেফাজতে প্রাক্তন ওসি ও প্রাক্তন অধ্যক্ষ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভয়া খুন ও তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেলে পালিয়ে যেতে পারেন। জামিনের বিরোধিতা করতে গিয়ে সোমবার শিয়ালদহ আদালতে এমন যুক্তিই তুলে ধরল সিবিআই। হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিষয়েও একই যুক্তি তুলে ধরে এজেন্সি। যদিও অভিজিৎ ও সন্দীপের আইনজীবীরা পাল্টা যুক্তি দিয়ে বলেন, দু’জনেই সরকারি কর্মী। পালিয়ে যাবেন কোথায়! সওয়াল শেষে বিচারক দুজনকেই আবার ৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠান। ওইদিন দুজনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ার সম্ভাবনা রয়েছে। 
১৪ দিনের জেল হেফাজত শেষে সোমবার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে শিয়ালদহ আদালতে আনা হয়। সেখানে ভার্চুয়ালি হাজির করানো হয় সন্দীপ ঘোষকে। সওয়ালের শুরুতেই  সিবিআই তাঁদের ১০ দিনের জেল হেফাজতে পাঠানোর আবেদন জানায়। এর বিরোধিতা করে সন্দীপ ঘোষের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে বলেন, বারবার তথ্যপ্রমাণ নষ্ট করার কথা বলা হচ্ছে। কিন্তু কোন কোন তথ্যপ্রমাণ নষ্ট হয়েছে, সেটা বলা যাচ্ছে না। যে পাঁচটি হার্ড ডিস্ক ও ডিভিআর ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছিল, তার রিপোর্ট এসে গিয়েছে। সেই রিপোর্টে কী কী প্রমাণ নষ্ট করা হয়েছে, তার কোনও ব্যাখ্যা সিবিআই দেয়নি। কখন কী ‘এক্সট্র্যাকশন’ করা হয়েছে, তা স্পষ্ট  করে বলা হচ্ছে না। যদি ডিভিআর থেকে তথ্য মুছে ফেললেও, তা রিট্রিভ করা যায়। অভিজিৎবাবুর আইনজীবীও জামিনের আবেদন করে বলেন, উনি সরকারি কর্মচারী। তাই পালানোর কোনও সম্ভাবনা নেই। যদিও সিবিআই এর বিরোধিতা করে বলে পরিস্থিতির কোনও পরিবর্ত হয়নি। আর সরকারি কর্মচারী পালিয়ে গিয়েছেন এমন উদাহরণ রয়েছে।
অন্যদিকে আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ সহ চারজনকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হয়। একমাত্র ডাক্তার আশিষ পাণ্ডেকে সশরীরের হাজির করা হয়েছিল।  এদিন বিপ্লব সিংয়ের জামিনের আবেদন করা হয়। সিবিআই জানায়, চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। তাতে বিপ্লবের ভূমিকা আছে।  যদি বিপ্লবের আইনজীবী বলেন, ষড়যন্ত্র ছাড়া আর কোনও ধারাই তাঁর মক্কেলের বিরুদ্ধে  প্রযোজ্য নয়। সওয়াল শেষে সকলকেই জেল হেফাজতে পাঠানো হয়।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা