কলকাতা

 এনআরআই কোটায় ডাক্তারিতে ভর্তি, ইডির নজরে কোচিং সেন্টার
 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এনআরআই কোটায় ডাক্তারি ভর্তির তদন্তে ইডির নজরে দেশের একাধিক কোচিং সেন্টার। সেখান থেকেই ছাত্রছাত্রী জোগাড়ের কাজ চালাত দালাল চক্র। তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে গোটা দেশে। ভিন রাজ্যে তৈরি হচ্ছে জাল নথি। তদন্তে নেমে এই তথ্য হাতে এসেছে কেন্দ্রীয় এজেন্সির। এই চক্রের মূল মাথাদের খোঁজ চলছে।
নভেম্বর মাসে এনআরআই কোটায় ভর্তি সংক্রান্ত প্রতারণা মামলায় চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদসহ একাধিক জায়গায় তল্লাশি চালায় সংশ্লিষ্ট রাজ্যের পুলিস। পশ্চিমবঙ্গেও এই সংক্রান্ত মামলা রুজু হয়। তার ভিত্তিতে ইডি বিভিন্ন আদালত থেকে এই সংক্রান্ত নথি জোগাড় করে অভ্যন্তরীণ  অনুসন্ধান শুরু করে। দেখা যায় আমেরিকা, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট জমা পড়েছে। ওইসঙ্গে রয়েছে বিভিন্ন দূতাবাসের শংসাপত্র। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দূতাবাসের কাছে এই নথিগুলি পাঠানো হলে জানায় তারা এগুলি ইস্যু করেনি। এখান থেকে ইডি আধিকারিকরা বুঝতে পারেন এর পিছনে চক্র রয়েছে। 
তারা তদন্তে নেমে জানতে পারে দিল্লি, চেন্নাইতে এই ভুয়ো নথির কারবার ফেঁদেছে দালাল চক্র। বাইরের দেশের স্কুলের বোর্ডের নকল সার্টিফিকেট তৈরি হচ্ছে। বিভিন্ন  দূতাবাসের জাল শংসাপত্রও করা চলছে। ইডি তদন্তে উঠে এসেছে, এই নেটওয়ার্ক ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই রাজ্যও তার বাইরে নয়। এজেন্সির কাছে আসা তথ্য অনুযায়ী, বিভিন্ন পেশাদার কোচিং সেন্টারে এখন নিট পরীক্ষার জন্য  প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানকার শিক্ষকদের একাংশ এতে জড়িত রয়েছেন। পড়ুয়াদের মধ্যে থেকে মধ্য ও নিম্ন মেধার ছাত্র-ছাত্রীদের টার্গেট করছে, যারা যেকোনও মূল্যে ডাক্তার হতে আগ্রহী। তাঁদের বলা হচ্ছে, নিটে ভালো স্থান পাওয়া এই সমস্ত পড়ুয়াদের পক্ষে সম্ভব নয়। তাই জেনারেল ক্যাটিগরিতে ডাক্তারিতে সুযোগ  পাওয়া কঠিন।  এই চক্রে কোচিং সেন্টারের যে সমস্ত শিক্ষার্থী জড়িয়ে রয়েছেন তাঁরা প্রস্তাব দিতেন এনআরআই কোটায় তাঁরা অনায়াসে ভর্তি হতে পারবেন। তাঁদের পরিচিত বিভিন্ন ব্যক্তি রয়েছেন যাঁরা এনআরআই কোটায় ভর্তি করিয়ে দিতে পারবেন। এর জন্য দুই থেকে আড়াই কোটি টাকা খরচ পড়বে। কেউ টোপ গিললেই যোগাযোগের জন্য দেওয়া হয় ওই দালালদের নম্বর। আগ্রহী ছাত্রছাত্রীদের কার কাছ থেকে নেওয়া হতো আধার ও ভোটার কার্ড এবং বার্থ সার্টফিকেটের কপি।  তাঁদের বলা হতো, এখানকার  দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসতে হবে না। বিদেশের বোর্ড থেকে তাঁদের সার্টিফিকেট দেওয়া হবে। অনলাইনে পরীক্ষা নেবে সংশ্লিষ্ট বোর্ড। ভুয়ো পরীক্ষা নেওয়ার কিছুদিন পর সকলকে মার্কশিট দিত তারা। বিদেশে বসবাসকারী বিভিন্ন ভারতীয় নাগরিকের নথি জোগাড় করা হতো। এরপর তাঁদেরকে দেখানো হতো আগ্রহী ছাত্রছাত্রীদের বাবা-মা বা আত্মীয় হিসেবে। সেখানে উল্লেখ থাকত ওই নাগরিকরা পাঁচবছরের বেশি সময় ধরে বিদেশে রয়েছেন। এনআরআই কোটায় যাতে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন, তার জন্য দূতাবাসের জাল শংসাপত্র তৈরি করত তারা। এই সমস্ত নথি পরীক্ষায় বসার সময় জমা করতেন সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। এভাবেই এনআরআই কোটায় অনেকে সুযোগ পেয়ে গিয়েছেন। এই চক্রের কয়েকজন মাথাকে চিহ্নিত করেছে ইডি। তাদের বিষয়ে তথ্য জোগাড় চলছে।         
17h 17m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

যে কোনও কাজকর্মে সকালের দিকে বিশেষ উন্নতির যোগ। বিকেলের দিকে অবশ্য কিছু বাধা আসতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৩ টাকা৮৫.৫৭ টাকা
পাউন্ড১০৫.২২ টাকা১০৮.৯৬ টাকা
ইউরো৮৭.১৫ টাকা৯০.৫১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা