বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘দলে শেষ কথা আমিই’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের সংগঠন কীভাবে চলবে? কে কোন পদ পাবেন? কর্মসূচি কী হবে? তৃণমূল কংগ্রেসে এই সব সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ নেবেন না। আর সেটাই আরও একবার স্পষ্ট করে দিলেন নেত্রী। শুধু তাই নয়, সোমবার পরিষদীয় দলের বৈঠকে তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিয়েছেন, নির্বাচনী পরামর্শদাতা সংস্থার ‘অতি সক্রিয়তা’ তাঁর পছন্দ নয়। আইপ্যাকের নাম উল্লেখ না করেই বৈঠকে মমতা বলেছেন, ‘কে কোথায় প্যাক প্যাক করল, তা দেখার দরকার নেই। কোনও সমীক্ষক সংস্থা ফোন করলে বা কাছে গিয়ে তথ্য চাইলেই দিয়ে দেবেন না। ভেবেচিন্তে এবং খোঁজখবর নিয়ে নেবেন। দলের কাছ থেকে সব জেনে নেবেন।’
দলীয় সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করে দিয়েছেন তৃণমূল নেত্রী। গত ২৫ নভেম্বর কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক করে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ঠিক তার সাত দিনের মাথায় দলের বিধায়কদের নিয়ে বৈঠক করলেন মমতা। এদিন বিধানসভায় নৌসের আলি কক্ষে এই বৈঠক হয়। সেখানেই সংগঠনের রাশ নিজের হাতে নিয়ে মমতা বুঝিয়ে দিয়েছেন, তিনিই শেষ কথা। পাশাপাশি তাঁর বার্তা জায়গা মতো পৌঁছনোর জন্য দায়িত্বভার বণ্টন করে দিয়েছেন মমতা। বিধায়কদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। সূত্রের খবর, মমতা বৈঠকে বলেছেন, ‘আমার কথা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবেন অরূপ। আর আমার পরামর্শ মতো দলের নির্দেশ ও কর্মসূচি জানিয়ে দেবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।’ আগামী দিনে দলের ছাত্র ও যুব সংগঠন যে ঢেলে সাজবে, সেটাও জানিয়ে দিয়েছেন মমতা। ফলে ছাত্র ও যুব শাখায় রদবদল হচ্ছে—তা সহজেই অনুমেয়। এছাড়াও বৈঠকে মমতা বলেছেন, বিধায়করা প্রশ্নোত্তরের বিষয়ে জানবেন বর্ষীয়ান মন্ত্রী মানস ভুঁইয়ার থেকে। কোনও প্রস্তাব থাকলে জমা দেবেন মন্ত্রী ফিরহাদ হাকিমকে। বিধায়কদের এলাকার প্রতি দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী। বৈঠকে মমতার প্রশ্নের মুখে পড়তে হয়েছে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে। তাঁকে মমতা বলেন, ‘নারায়ণ! তুমি নিজের এলাকা দেখ। অন্য এলাকা দেখতে হবে না। আর কয়েকজন মন্ত্রী ও বিধায়ক বেশি কথা বলছেন। তাঁরা কথা না বাড়িয়ে নিজের এলাকার দিকে নজর দিন।’  
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা